Durga Angan: দুর্গা অঙ্গন হবে, কিন্তু দুর্গাপুজো নয়
Mamata Banerjee: দীঘার জগন্নাথ মন্দিরের মতো নিউটাউনের বুকে শিলান্যাস দুর্গা অঙ্গনের। নিউটাউনের বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে প্রায় ১৭ একরেরও মতো বেশি জমিতে এই প্রকল্পের সূচনা করবে রাজ্য। দায়িত্ব পেয়েছে হিডকো। নবান্ন সূত্র জানা গিয়েছে, এই দুর্গা অঙ্গন নির্মাণে মোট ব্যয় হতে পারে ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা।
কলকাতা: দীঘার জগন্নাথ মন্দিরের মতো নিউটাউনের বুকে শিলান্যাস দুর্গা অঙ্গনের। নিউটাউনের বাস স্ট্যান্ডের বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে প্রায় ১৭ একরেরও মতো বেশি জমিতে এই প্রকল্পের সূচনা করবে রাজ্য। দায়িত্ব পেয়েছে হিডকো। নবান্ন সূত্র জানা গিয়েছে, এই দুর্গা অঙ্গন নির্মাণে মোট ব্যয় হতে পারে ২৬১ কোটি ৯৯ লক্ষ টাকা।
কিন্তু এই দুর্গা অঙ্গনে দুর্গাপুজো। বরং বাংলার দুর্গাপুজোর ঐতিহাসিক ও পৌরাণিক দিকগুলি তুলে ধরা হবে এই দুর্গা অঙ্গনে। প্রাথমিক নকশা অনুযায়ী, মূল ফটকটি তৈরি হবে মন্দিরের আদলে। সেখানে দু’দিকে সবুজ ঘাসের চাদরের মাঝে থাকবে মার্বেলের রাস্তা। যা সোজা চলে যাবে মূল মন্দিরের দিকে।
Latest Videos
দুর্গা অঙ্গন হবে, কিন্তু দুর্গাপুজো নয়
শুনানি কেন্দ্রে ঢুকে পড়ল তৃণমূল নেতা! প্রশ্ন করতেই বললেন, 'তদারকি করত
প্যারাসিটামল দিয়ে নন্দীগ্রামবাসীদের কিনে নেওয়া যাবে না: শুভেন্দু
ট্র্যাকে ছুটছে 'জলন্ত ট্রেন', ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রে, মৃত্যু এক জনের
