SIR in Bengal: ৫ হাজার টাকা গাড়ি ভাড়া করে SIR শুনানি কেন্দ্রে ৩ বৃদ্ধা
West Bengal SIR: এসআইআর শুনানির তৃতীয় দিন রাজ্যজুড়ে প্রায় প্রতিটি কেন্দ্রে লাইন পড়েছে বৃদ্ধদের। কারওর নামের বানান ভুল, কেউ বা আনম্যাপড, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বে ডাক পড়েছে তাঁদের। তাই শুনানি কেন্দ্রেও পৌঁছে গিয়েছেন তাঁরা।
এসআইআর শুনানির তৃতীয় দিন রাজ্যজুড়ে প্রায় প্রতিটি কেন্দ্রে লাইন পড়েছে বৃদ্ধদের। কারওর নামের বানান ভুল, কেউ বা আনম্যাপড, ভোটার তালিকার নিবিড় পরিমার্জন পর্বে ডাক পড়েছে তাঁদের। তাই শুনানি কেন্দ্রেও পৌঁছে গিয়েছেন তাঁরা।
এদিন বারাসতের ছোট জাগুরিয়া দেখা গেল কার্যত হেনস্থার ছবি। ৫ হাজার টাকা গাড়ি ভাড়া করে শুনানি কেন্দ্রে গেলেন তিন বৃদ্ধা। কিন্তু বয়সের ভারে গাড়ি থেকে নামতে পারেননি তিনি।
