মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কী বললেন অমিত শাহ?
এতদিন পর্যন্ত সেই সার্টিফিকেট তাঁরা নির্বাচন কনিশনে প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারবেন কিনা, সেটা নিয়েও দোলাচলে ছিলেন। কমিশন অবশ্য স্পষ্ট করেছে, এই নথি দেখানো যাবে। এরপর ফর্ম ৬ ফিল আপ করে তাঁরা নতুন করে নামও তুলতে পারবেন। এই প্রেক্ষিতে এখন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।
কলকাতা: এসআইআর আবহে বঙ্গ রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছেন মতুয়ারা। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন, ভোটাধিকার পাওয়ার আগে তাঁদের ভারতের নাগরিক হতে হবে। আর এই দোলাচলের মধ্যে রয়েছেন মতুয়ারা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আশ্বাসে মতুয়ারা CAA-তে আবেদন করেছেন, তাঁদের অনেকের কাছে নাগরিকত্বের সার্টিফিকেটও আসছে। এতদিন পর্যন্ত সেই সার্টিফিকেট তাঁরা নির্বাচন কনিশনে প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারবেন কিনা, সেটা নিয়েও দোলাচলে ছিলেন। কমিশন অবশ্য স্পষ্ট করেছে, এই নথি দেখানো যাবে। এরপর ফর্ম ৬ ফিল আপ করে তাঁরা নতুন করে নামও তুলতে পারবেন। এই প্রেক্ষিতে এখন বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী।

