কারও সঙ্গে কোনও বিবাদ ছিল না, তাও বাংলাদেশে দুই হিন্দুকে হত্যা করা হল নির্মমভাবে!
Bangladesh: বাংলাদেশে একই দিনে দু’জায়গায় হিন্দু নিধনের অভিযোগ। একদিকে যশোরের কপালিয়া বাজারে গলা কেটে খুন করা হল ব্যবসায়ী তথা সাংবাদিক রাণাপ্রতাপ বৈরাগীকে। অন্যদিকে, ঢাকার নরসিংদীর বাসিন্দা মণি চক্রবর্তীকেও খুন করা হল। পেশায় তিনি ব্যবসায়ী।
বাংলাদেশে একই দিনে দু’জায়গায় হিন্দু নিধনের অভিযোগ। একদিকে যশোরের কপালিয়া বাজারে গলা কেটে খুন করা হল ব্যবসায়ী তথা সাংবাদিক রাণাপ্রতাপ বৈরাগীকে। অন্যদিকে, ঢাকার নরসিংদীর বাসিন্দা মণি চক্রবর্তীকেও খুন করা হল। পেশায় তিনি ব্যবসায়ী। নরসিংদীর জেলার অন্তর্গত পলাশ উপজেলায় চরসিন্দুর বাজারে একটি মুদিখানার দোকান রয়েছে মণির। বাজারে তাঁর ভালই পরিচিত ছিল। শান্ত স্বভাবের মানুষ বলেই তাঁকে অন্য ব্যবসায়ীরা। কারওর সঙ্গে কোনও বিবাদ ছিল না। সোমবার রাতে প্রতিদিনের মতোই নিজের দোকানপাট নিয়ে ব্যস্ত ছিলেন মণি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমন সময়ই কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মণির উপর চড়াও হয়। অতর্কিতেই হামলা চালায়। গুরুতরভাবে আহত হন মণি। বাজারের অন্য ব্যবসায়ীরা হাসপাতালে নিয়ে যায় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
