ভারতীয়দের ভিসা দেবে না ইউনূসের বাংলাদেশ! পাল্টা জবাব দেবে সরকার?
Visa Service Suspended: ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে, তার উত্তর নেই সে দেশের সরকারের কাছে। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার।
ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ। আপাতত অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কবে থেকে ফের ভিসা দেওয়া হবে, তার উত্তর নেই সে দেশের সরকারের কাছে। সূত্রের খবর, বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। জানা গিয়েছে, ভারতীয়দের একমাত্র স্টুডেন্ট ভিসা ও বিজনেস ভিসা দেওয়া হবে। পর্যটক ভিসা দেওয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হল। দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও আগরতলায় উপদূতাবাস থেকে আগেই পর্যটক ভিসা দেওয়া বন্ধ করা হয়েছিল। বর্তমানে মুম্বই, গুয়াহাটি ও চেন্নাইতে বাংলাদেশ দূতাবাস খোলা ছিল। কলকাতার উপদূতাবাস থেকেও পর্যটক ভিসা পাওয়া যাচ্ছিল। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, বুধবার থেকেই সেই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত ভারতের কোথাও থেকে বাংলাদেশে যাওয়ার জন্য পর্যটক ভিসা পাওয়া যাবে না। তবে স্টুডেন্ট ভিসা ও বিজনেস ভিসা পাওয়া যাবে।
