Pori Moni Gossip: বিবাহ বিচ্ছেদের পথে পরিমনি

বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শারিফুল রাজ এবার বিবাহ বিচ্ছেদের পথে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নেই তেমন কোনও বনিবনা। সন্তান জন্মের পর সেই দূরত্ব ক্রমেই বেড়ে যায়। এবার এই বিবাহ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পরী। চুপিসাড়ে ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠালেও সেই খবর আর চাপা থাকল না।

Pori Moni Gossip: বিবাহ বিচ্ছেদের পথে পরিমনি
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 10:31 PM

বিবাহ বিচ্ছেদের পথে
বাংলাদেশের অভিনেত্রী পরীমনি ও অভিনেতা শারিফুল রাজ এবার বিবাহ বিচ্ছেদের পথে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নেই তেমন কোনও বনিবনা। সন্তান জন্মের পর সেই দূরত্ব ক্রমেই বেড়ে যায়। এবার এই বিবাহ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পরী। চুপিসাড়ে ইতিমধ্যেই বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠালেও সেই খবর আর চাপা থাকল না।

মিমির কাছে আবদার
সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী, ভক্তদের উদ্দেশে লিখলেন Ask Me Something। দেখামাত্রই এক ভক্ত আবদার করে বসলেন, ”আপনার প্রেমিককে দেখতে চাই”। রেগে না গিয়েই মিমির পাল্টা আবদার, ”আমিও দেখতে চাই।”

অনিল কাপুর নিষেধ
অমিতাভ বচ্চনের পর এবার অনিল কাপুর। বলিউডের এই অবিনেতার ব্যক্তিত্ব অধিকার স্বত্ত্ব সুরক্ষিত করল দিল্লি উচ্চ আদালত। ব্যবসার স্বার্থে কোনও রকমের চুক্তি ছাড়া অনিক কাপুরের ছবি, কণ্ঠস্বর অথবা নাম ব্যবহার করা যাবে না যত্রতত্র, সাফ জানিয়ে দিল আদালত।

পরী-রাঘবের প্রথম ছবি
শুরু হয়ে গেল বিয়ের পূর্ব মুহূর্তের আচার অনুষ্ঠান। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হল পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিবাহ অনুষ্ঠান। তবে ছবির জন্য অপক্ষা আর দীর্ঘ হল না। প্রথম দিনই সকাল-সকাল জুটির ছবি ছড়িয়ে পড়ল নেটপাড়ায়। গোলাপি এ দিনের থিম, ছবি দেখামাত্রই সকলেই জানাতে শুরু করেছেন শুভেচ্ছা। শুরু ডি ডে-র কাউন্ট ডাউন।

থিম সং-এ রণবীর
ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। আর সেই উপলক্ষেই প্রকাশিত হল অফিসিয়াল থিম সং। দিল জশন্ বোলে…। বলিউড তারকা রণবীর সিং-কে ফিচার করে তৈরি এই গানের মিউজিক কম্পোজার প্রীতম।

সলমন-সামান্থা জুটি?
করণ জোহরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমন খান, চমকে দেওয়ার জন্য এই খবরই যথেষ্ট ছিল। তবে না, চমক এখানেই শেষ নয়, এবার শোনা যাচ্ছে এই ছবিতেই থাকতে পারেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যদিও এখনও প্রযোজনা সংস্থার তরফ থেকে নির্দিষ্ট কোনও খবর মেলেনি।

বিতর্কে ‘ইমার্জেন্সি’
”কঙ্গনা রানাওয়াতের আগামী ছবি ‘ইমার্জেন্সি’ নাকি কংগ্রেসকে খাটো করতে ও শাসক দলের প্রচার করতেই তৈরি হয়েছে? সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই প্রোপাগন্ডা”, এমনই দাবি এবার নেটিজ়েনদের একাংশের। যদিও কঙ্গনা তা মেনে নিতে নারাজ। স্পষ্ট জানিয়ে দিলেন, আগে ছবি দেখুন, তারপর বিচার করুন।

ফারাহর সাফাই
শিল্পা শেট্টির বাড়িতে গণেশ পুজোয় গিয়ে বিপত্তিতে কোরিওগ্রাফার ফারাহ খান। ”কেন পায়ে চটি?” এক সেলফি তুলতেই নিন্দুকদের নজর ফারহার পায়ে, শুরু কটাক্ষ। যদিও ফারাহ স্পষ্ট জানিয়ে দিতে পিছপা হলেন না, যে এই ছবি শিল্পার বাড়ির বাইরে তোলা।

আক্ষেপ নানার
নানা পাটেকর এখন ব্যস্ত তাঁর আগামী ওটিটি সিরিজ ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এর প্রচার নিয়ে। সেখানেই তিনি আক্ষেপের সুরে জানালেন, তাঁরা যখন কাজ শুরু করেছিলেন, তখন অভিনেতাদের সুন্দর দেখতে হতে হবে, এমনটাই রীতি ছিল। ওটিটি এই অসুন্দর, দক্ষ অভিনেতাদের একটা মঞ্চ দিয়েছে।

Follow Us: