Bangladeshi: কোনও নথি নেই, এদিকে আধার কার্ড আছে! এই বাংলাদেশিরা কী বলছেন শুনুন…
SIR in West Bengal: উত্তর ২৪ পরগণার হাকিমপুর সীমান্ত। এই সীমান্তে প্রচন্ড ভিড়। কীসের এত ভিড়? পুশব্যাকের অপেক্ষা। বিএসএফ কখন তাদের বিজিবির হাতে তুলে দেবে, সেই অপেক্ষাতেই সীমান্তে শয়ে শয়ে মানুষ নয়, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন।
বাংলাদেশ থেকে এসেছিলেন পালিয়ে। ভারতে ঢুকেছিলেন চোরাই পথে। তিন-চার বছর হয়ে গিয়েছে। কেউ আবার ১০ বছর আগে ভারতে এসেছেন। এখন ভয়ে কাঁটা। কেন? উত্তর ২৪ পরগণার হাকিমপুর সীমান্ত। এই সীমান্তে প্রচন্ড ভিড়। কীসের এত ভিড়? পুশব্যাকের অপেক্ষা। বিএসএফ কখন তাদের বিজিবির হাতে তুলে দেবে, সেই অপেক্ষাতেই সীমান্তে শয়ে শয়ে মানুষ নয়, হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন। এদের প্রশ্ন করলে অনেকেই বলছেন যে তারা এ দেশের নয়, বাংলাদেশের নাগরিক। ভারতে এসে থাকছিলেন। এমনকী আধার কার্ডও রয়েছে। ভারতের নাগরিক নন, অথচ আধার কার্ড আছে? তাদের একটাই কথা, পেটের টানে ভারতে এসেছিলেন। বাংলাদেশে গেলে হয়তো ভিক্ষা করতে হবে।
Published on: Nov 20, 2025 06:10 AM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

