শ্বশুর হয়ে গেল বাবা! এই বাংলাদেশির কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে
Image Credit source: TV9 বাংলা

শ্বশুর হয়ে গেল বাবা! এই বাংলাদেশির কাণ্ড শুনলে চোখ কপালে উঠবে

|

Nov 05, 2025 | 7:55 PM

Fake Indian Voter: বাংলাদেশি যুবক ঘাপটি মেরে বসেছিলেন ভারতে। নিচ্ছিলেন যাবতীয় সুযোগ-সুবিধাও। অভিযোগ, ভারতে এসে শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন তিনি। অভিযুক্ত যুবকের নাম রিয়াজুল ইসলাম গাজি। জানা গিয়েছে, বাংলাদেশের শ্রীপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজি।

বাংলাদেশি যুবক ঘাপটি মেরে বসেছিলেন ভারতে। নিচ্ছিলেন যাবতীয় সুযোগ-সুবিধাও। অভিযোগ, ভারতে এসে শ্বশুরকে বাবা বানিয়ে থাকছিলেন তিনি। অভিযুক্ত যুবকের নাম রিয়াজুল ইসলাম গাজি। জানা গিয়েছে, বাংলাদেশের শ্রীপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজি। ১০ বছর আগে তিনি ওপার থেকে বেআইনিভাবে ভারতে আসেন। এরপর এখানে এসে আবদুর রহিম গাজির বাড়িতে আশ্রয় নেন। এরপর রিয়াজুল ইসলামের সঙ্গে আবদুর রহিম গাজির মেয়ের বিয়ে দেন। তারপরেই আবদুরকে বাবার পরিচয় দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তোলেন অভিযুক্ত। শুধু ভোটার লিস্ট নয়, সরকারি যত নথিপত্র আছে সেই সমস্ত কিছু  সই করিয়ে নেন। পাশাপাশি সরকারি সমস্ত রকমের সুযোগ-সুবিধা ভোগ করেন।