নদীর চরে থাকা লোকজন হঠাৎ উধাও, বাংলাদেশে ফেরার হিড়িক?
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত শিলিগুড়ির পোড়াঝাড় এলাকা। গত কয়েক বছরে নদীর চর দখল করে বসবাস করছিলেন বহু মানুষ। এদের অধিকাংশের নামই ২০০২ সালের ভোটার তালিকায় নেই। SIR শুরু হতেই এই এলাকার দুটি অংশে ১০০ জনের খোঁজ মিলছে না। এলাকার দুই বিএলও বলছেন, বাকিরা ফর্ম নিলেও এখনও কিছু ফর্ম পড়ে আছে। যাঁদের নাম বর্তমান ভোটার তালিকায় থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএলও-দের দাবি, এলাকায় গিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ নিলে তাঁরা বলছেন, 'নিখোঁজ' ব্যক্তিরা বাংলাদেশে চলে গিয়েছেন। ফলে ফর্ম তাঁদের কাছেই পড়ে রয়েছে। প্রশ্ন উঠছে, নদীর চরে কি বাংলাদেশ থেকে চোরাপথে এসে বসবাস করছিলেন ওই 'নিখোঁজ' ব্যক্তিরা? SIR শুরু হতেই কি পালিয়েছেন তাঁরা?
ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত শিলিগুড়ির পোড়াঝাড় এলাকা। গত কয়েক বছরে নদীর চর দখল করে বসবাস করছিলেন বহু মানুষ। এদের অধিকাংশের নামই ২০০২ সালের ভোটার তালিকায় নেই। SIR শুরু হতেই এই এলাকার দুটি অংশে ১০০ জনের খোঁজ মিলছে না। এলাকার দুই বিএলও বলছেন, বাকিরা ফর্ম নিলেও এখনও কিছু ফর্ম পড়ে আছে। যাঁদের নাম বর্তমান ভোটার তালিকায় থাকলেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএলও-দের দাবি, এলাকায় গিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ নিলে তাঁরা বলছেন, ‘নিখোঁজ’ ব্যক্তিরা বাংলাদেশে চলে গিয়েছেন। ফলে ফর্ম তাঁদের কাছেই পড়ে রয়েছে। প্রশ্ন উঠছে, নদীর চরে কি বাংলাদেশ থেকে চোরাপথে এসে বসবাস করছিলেন ওই ‘নিখোঁজ’ ব্যক্তিরা? SIR শুরু হতেই কি পালিয়েছেন তাঁরা?
Latest Videos
