Bank Holiday: এতদিন কেন ছুটি ব্যাঙ্ক?
বছর শুরুতেই গুচ্ছ ছুটি ব্যাঙ্কে। কতদিন পাবেন পরিষেবা? কোন কোন দিন যাবেন না ব্যাঙ্কে। রইল পুরো তালিকা।
নতুন বছর। নতুন বছরের শুরুতেই ব্যাঙ্ক গ্রাহকদের জন্য একরাশ দুঃসংবাদ। আপনাকে বছর শুরুতে ব্যাঙ্কের কাজ করতে গেলে সুযোগ পাবেন মাত্র ১৪দিন। কারন, ২০২৪ সালের জানুয়ারি মাসে ১৬দিন বন্ধ ব্যাঙ্ক।
RBI ব্যাঙ্কের ছুটির তালিকা আপডেট করেছে। বছরের প্রথম মাসে, জানুয়ারিতে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে যাদের ব্যাঙ্কে যেতে হবে, তারা অবশ্যই একবার ব্যাঙ্কের এই ছুটির তালিকা দেখে নিন।তবে সেইদিনগুলোতে মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলি চলবে। এবার দেখে নিই, কবে কবে ছুটি থাকছে জানুয়ারিতে। ১ জানুয়ারি বন্ধ ব্যাঙ্ক। নবরবর্ষ উপলক্ষে ২ জানুয়ারিও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৭ জানুয়ারি, রবিবার সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে এই দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এটিএম পরিষেবা ও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা অব্যাহত থাকবে।
Latest Videos