ATM Fraud: সন্দেহজনক ব্যক্তির ঘোরা ফেরা, সিসিটিভ দেখেই…
চুঁচুড়ায় এটিএমের ভেতর সন্দেহজনক ব্যক্তি। ২দিনে ২টি এটিএম থেকে ১৪বার ট্রানজাকশন। সন্দেহ হতেই সিসিটিভিতে নজর। নজর পড়তেই হাতেনাতে ধরা পড়ল ওই ব্যক্তি।
অনলাইন জালিয়াতির খবর রোজ আসছে ভুরিভুরি। আপনার অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে ফআঁকা। আপনার অজান্তেই আপনার প্যান কার্ড আধার কার্ড ব্যবহার করে লেনদেন হচ্ছে টাকা। জালিয়াতি থামছে না। এবার এটিএমে জালিয়াতি। প্রযুক্তি ব্যবহার করে এটিএম জালিয়াতি করতেই পাকড়াও এক যুবক। ঘটনাস্থল হুগলির চুঁচুড়া। কীভাবে ধরা পড়ল যুবক? রহস্যে ভরা সেই গল্প।
বড়দিনে বন্ধছিল চুঁচুড়ার চকবাজারের হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক।মঙ্গলবার সকালে ব্যাঙ্ক খোলে।ব্যাঙ্কের সঙ্গেই রয়েছে এটিএম কিয়স্ক।ব্যাঙ্ক কর্মী অলক পাল সিসি ক্যামেরায় নজর রাখেন। নাজর রাখতে চোখ চড়কগাছ। দেখতে পান এক যুবক এটিএমের ভেতরে।বারবার পিছন দিকে তাকাচ্ছে ।সন্দেহজনক তার আচরণ।সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের অন্য কর্মীদের খবর দেন তিনি। সঙ্গে সঙ্গে নীচে নেমে এসে নিরাপত্তারক্ষী নিয়ে ওই যুবককে ধরেন ব্যাঙ্ক কর্মী।
খবর যায় চুঁচুড়া থানায়।পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
অভিযুক্ত যুবক জানিয়েছে তার নাম সনু কুমার।তার এক বন্ধু ট্রেনে ট্রেনে ঘুরে বেড়ায়।সে তাকে চুঁচুড়ায় আসতে বলেছিল।সোমবার সনু চুঁচুড়ায় আসে বাস স্ট্যান্ডে রাত কাটায়।মঙ্গলবার সকালে চক বাজার এটিএম এ টাকা তুলতে যায়।তার বোনের এটিএম কার্ড দিয়ে টাকা তুলছিল।বন্ধুকে ফোন করে কাল থেকে পাওয়া যায়নি।আজ একবার পুলিশের সামনে ফোনে কিছুক্ষন কথা বলে।পুলিশ ধরতেই ফোন কেটে দেয়
সনুর এই গল্প কেমন অসঙ্গতি লাগছে না? পুলিশেরও লেগেছে সেই অসঙ্গতি। আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বন্ধুর খোঁজ চালাচ্ছে পুলিশ।।