২৭ জানুয়ারি ব্যাঙ্কে গেলেই পড়বেন চরম সমস্যায়
Bank News: ধর্মঘট ডাকল ব্যাঙ্ক কর্মীরা। দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সপ্তাহে পাঁচ দিন অফিস, দুইদিন ছুটির দাবিতে দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন। দীর্ঘদিন ধরে ৫ দিন ওয়ার্কিং ডে-র যে দাবি করা হচ্ছে, সরকার সেই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না, সাড়া দিচ্ছে না।
ধর্মঘট ডাকল ব্যাঙ্ক কর্মীরা। দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। ২৭ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সপ্তাহে পাঁচ দিন অফিস, দুইদিন ছুটির দাবিতে দেশ জুড়ে বনধের ডাক দিয়েছেন। ব্যাঙ্ক কর্মীরা জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এলআইসি, জিআইসি সহ একাধিক সংস্থাই সপ্তাহে পাঁচদিন কাজ করে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি অফিসগুলিও শনিবার বন্ধ থাকে। তাহলে ব্যাঙ্কের জন্য কেন এই নিয়ম চালু করা হচ্ছে না? জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ৫ দিন ওয়ার্কিং ডে-র যে দাবি করা হচ্ছে, সরকার সেই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না, সাড়া দিচ্ছে না।
Latest Videos
তৃণমূলের নামে নথিভুক্ত গাড়িতে তোলা হল কোন কোন ফাইল?
I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল 'সরকারি ফাইল', কী আছে তার মধ্যে?
মোটা-মোটা ফাইল তোলা হচ্ছে গাড়িতে,কী এমন আছে তাতে?
পার্থর বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু
