Narendra Modi on Beldanga: বেলডাঙায় অশান্তি প্রসঙ্গে তৃণমূলকে তোপ মোদীর
Beldanga Chaos News: শনিবারও বিভীষিকাময় বেলডাঙা। প্রতিবাদের নামে রণক্ষেত্রের ছবি দেখল মুর্শিবাদের এই এলাকা। দিনভর উত্তেজনা.। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চড়ল পারদ। এই ঘটনায় অভিষেক দুষেছেন বিজেপিকে। গেরুয়া শিবিরের কোনও চক্রান্ত রয়েছে বলেই দাবি তাঁর। অন্যদিকে, মোদী তোপ দাগলেন রাজ্যের শাসকশিবিরের বিরুদ্ধে।
শনিবারও বিভীষিকাময় বেলডাঙা। প্রতিবাদের নামে রণক্ষেত্রের ছবি দেখল মুর্শিবাদের এই এলাকা। দিনভর উত্তেজনা.। ঝাড়খণ্ডে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে চড়ল পারদ। এই ঘটনায় অভিষেক দুষেছেন বিজেপিকে। গেরুয়া শিবিরের কোনও চক্রান্ত রয়েছে বলেই দাবি তাঁর। অন্যদিকে, মোদী তোপ দাগলেন রাজ্যের শাসকশিবিরের বিরুদ্ধে। মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনাকেও বাদ দিলেন না তিনি। মালদহের সভা থেকে মোদী বলেন, ‘তৃণমূলের দুষ্কৃতীরা এক মহিলা সাংবাদিকের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে। বাংলায় মেয়েদের হেনস্থা করা হচ্ছে। অপরাধের গ্রাফ ক্রমশ উঠছে।’

