Dilip Ghosh: বিজেপির উদার রাজনীতি সবার হজম হয় না: দিলীপ
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার রানি রানমণি রোডে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বমেজাজে বলেন, ‘‘সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে আসা অনেকেই দুর্নীতি ও হিংসার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের দলের উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তাঁরা।’’ তাঁর কথায়, বিজেপি সকলকে নিয়ে চলার পক্ষপাতী হলেও একটা নীতি […]
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার রানি রানমণি রোডে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বমেজাজে বলেন, ‘‘সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে আসা অনেকেই দুর্নীতি ও হিংসার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের দলের উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না তাঁরা।’’ তাঁর কথায়, বিজেপি সকলকে নিয়ে চলার পক্ষপাতী হলেও একটা নীতি ও শৃঙ্খলা রয়েছে।
দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘বিজেপি উদার রাজনৈতিক দর্শনে বিশ্বাসী। আমরা ‘বসুধৈব কুটুম্বকম’-এর আদর্শে চলি। ‘সব কা সাথ, সব কা বিকাশ’ আমাদের মন্ত্র। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই গাইডলাইন বেঁধে দিয়েছে। সেই নিয়ম না মানলে আর অন্য দলের সঙ্গে পার্থক্যটা কোথায় থাকবে?’’ আর কী বললেন তিনি, দেখুন ভিডিয়ো
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

