Dilip Ghosh: ‘প্রধানমন্ত্রীকে বলব…’, একগুচ্ছ অভিযোগ জানাবেন দিলীপ
PM Modi in Singur: চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনীতির চর্চায় উঠে এল সেই সিঙ্গুর। এই সিঙ্গুর আন্দোলনের হাত ধরেই বাংলায় পট পরিবর্তন হয়েছিল। বাংলা ছেড়ে গুজরাটে চলে গিয়েছিল টাটা ন্যানোর কারখানা।
চলতি বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজনীতির চর্চায় উঠে এল সেই সিঙ্গুর। এই সিঙ্গুর আন্দোলনের হাত ধরেই বাংলায় পট পরিবর্তন হয়েছিল। বাংলা ছেড়ে গুজরাটে চলে গিয়েছিল টাটা ন্যানোর কারখানা। আজ সিঙ্গুরের সভা থেকেই বাংলায় পরিবর্তনের ডাক দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন, “অল্প কয়েকজনই নেতা আছেন, যাদের উপরে সকলে ভরসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমনই নেতা। সারা দেশে যেখানে উন্নয়ন হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না। সিঙ্গুরে শিল্প হল না। চাষও হল না। সবচেয়ে উর্বর জমি আজ জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলব। ডবল ইঞ্জিন সরকার যখন হবে, তখন এই সব কিছুই বদলাবে।”
