মিমি, নুসরাত হাঁটলেও তৃণমূলের ভোট বাড়বে না: সুকান্ত
BJP-Sukanta Majumder: সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে খোঁচা দিলেন। বললেন, "র্যাম্পে মিমি, নুসরাত হাঁটলেও তৃণমূলের ভোট বাড়বে না"।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবার মিমি, নুসরতকে নিয়ে খোঁচা দিলেন। পরিবর্তন সংকল্প যাত্রা করছে বিজেপি। এই সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসকে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে খোঁচা দিলেন। বললেন, “র্যাম্পে মিমি, নুসরাত হাঁটলেও তৃণমূলের ভোট বাড়বে না”।
Published on: Jan 07, 2026 06:26 PM
Latest Videos
I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল 'সরকারি ফাইল', কী আছে তার মধ্যে?
মোটা-মোটা ফাইল তোলা হচ্ছে গাড়িতে,কী এমন আছে তাতে?
পার্থর বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু
I-PAC কর্ণধারের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরলেন মমতা, কী আছে তাতে?
