Dilip Ghosh: ভোট লুঠ হয় বুথের ভেতরে, বাইরে বাহিনী দর্শকের ভূমিকায় থাকে: দিলীপ ঘোষ
BJP Leader Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, "ভোট লুঠ হয় বুথে, বাইরে বাহিনী দিয়ে লাভ নেই। বুথে বাহিনী না থাকায় অতীতে তার ফল ভুগতে হয়েছে বারবার।" তাঁর সরাসরি তোপ, নির্বাচনে নাকি পর্টকের ভূমিকায় দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। দিলীপকে বলতে শোনা যায়, "বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটাররা অনেক বেশী ভরসা পাবেন।"
দিল্লিতে কমিশনের বৈঠকের আগেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় দাবি দিলীপ ঘোষের। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যাতে অবাধ ভোট করা যায়, সেই কারণে বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, “ভোট লুঠ হয় বুথে, বাইরে বাহিনী দিয়ে লাভ নেই। বুথে বাহিনী না থাকায় অতীতে তার ফল ভুগতে হয়েছে বারবার।” তাঁর সরাসরি তোপ, নির্বাচনে নাকি পর্টকের ভূমিকায় দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। দিলীপকে বলতে শোনা যায়, “বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটাররা অনেক বেশী ভরসা পাবেন।”
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি দিল্লিতে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
Published on: Jan 04, 2026 04:59 PM

