Nitin Nabin: দায়িত্ব নিয়েই শমীকের কাছে রিপোর্ট তলব নিতিন নবীনের, কী জানতে চাইছেন?
West Bengal Assembly Election 2026: আগামী মঙ্গলবার, ২৭ জানুয়ারি বাংলায় আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি। বৈঠক হবে বিজেপির প্রচার ও ভোটের স্ট্রাটেজি নিয়ে।সূত্রের খবর, প্রথম বৈঠকেই পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি আনার নির্দেশ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিয়েছেন নব নির্বাচিত সভাপতি।
চলতি বছরেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে। এবার ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি। ভোটব্যাঙ্ক টানতে ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা। আগামী মঙ্গলবার, ২৭ জানুয়ারি বাংলায় আসছেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি। বৈঠক হবে বিজেপির প্রচার ও ভোটের স্ট্রাটেজি নিয়ে।সূত্রের খবর, প্রথম বৈঠকেই পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রস্তুতিতে আরও গতি আনার নির্দেশ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে দিয়েছেন নব নির্বাচিত সভাপতি। এই মুহূর্তে বাংলায় বিজেপির সংগঠন কীভাবে কাজ করছে সে বিষয়ে শমীক ভট্টাচার্যের কাছ থেকে রিপোর্ট নেন তিনি। পাশাপাশি প্রত্যেক বুথে সংগঠন মজবুত করার নির্দেশ দেন।
নতুন সর্বভারতীয় সভাপতি যে নেতারা আগে ভোটে সাফল্য এনে দিয়েছেন তাদের চিহ্নিত করাই এই মুহূর্তে লক্ষ্য। তাদের পারদর্শিতাকে কাজে লাগাতে ভোটমুখী রাজ্যে দায়িত্ব দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে বলেই সূত্রের খবর।
