AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়ঙ্কর ছবি! পুড়ে ছাই হয়ে গিয়েছে সব... পরপর বীভৎস শব্দ

ভয়ঙ্কর ছবি! পুড়ে ছাই হয়ে গিয়েছে সব… পরপর বীভৎস শব্দ

Satyajit Mondal

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Jan 10, 2026 | 5:27 PM

Share

কখনও এগরা, কখনও দত্তপুকুর, কখনও কল্যাণী, বারবার একই ঘটনা ঘটছে। তারপরও এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়েই প্রশ্ন উঠছে। পুলিশের নজরদারির অভাব নিয়েও উঠেছে অভিযোগ। বাজি হাব তৈরি নিয়ে পরিকল্পনা করা হলেও, তা বাস্তবায়িত করা হয়নি বলেই অভিযোগ।

একটি বাড়ির ছাদ উড়ে গিয়েছে। কারখানার একাংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি যে একটি আস্ত গাছ পুড়ে গিয়েছে। তবে বাজিগ্রাম চম্পাহাটিতে এমন বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়। বারবার সতর্ক করা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, প্রশ্ন উঠছে। অসাবধানতার কারণেই কি এই অবস্থা?

কখনও এগরা, কখনও দত্তপুকুর, কখনও কল্যাণী, বারবার একই ঘটনা ঘটছে। তারপরও এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি নিয়েই প্রশ্ন উঠছে। পুলিশের নজরদারির অভাব নিয়েও উঠেছে অভিযোগ। বাজি হাব তৈরি নিয়ে পরিকল্পনা করা হলেও, তা বাস্তবায়িত করা হয়নি বলেই অভিযোগ।