১৫ জানুয়ারি পর্যন্ত রোজ বুথে বসতে হবে BLO-দের: কমিশন
BLO: শুনানিতে কাদের ডাক পড়বে, সেটাও জানাবেন বিএলও-রাই। এদিন থেকেই ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হয়ে গিয়েছে। বিডিও অফিস থেকে সেই হার্ড কপি সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন বিএলওরা। বিএলএ-দের কাছ থেকেও গিয়ে জেনে নিতে পারবেন, আপনার নাম রয়েছে কিনা!
কলকাতা: খসড়া তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। আপনি জানতেও পেরে গিয়েছেন আপনার নাম তালিকায় রয়েছে কি না! যাঁদের নাম নেই, তাঁদের ডাক পড়তে পারে শুনানিতে। এবার খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিশনের নির্দেশ, আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে নিয়মিত বুথে বসতে হবে বিএলও-দের। ১৫ জানুয়ারি পর্যন্ত রোজ তাঁদের বুথে বসতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। শুনানিতে কাদের ডাক পড়বে, সেটাও জানাবেন বিএলও-রাই। এদিন থেকেই ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হয়ে গিয়েছে। বিডিও অফিস থেকে সেই হার্ড কপি সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন বিএলওরা। বিএলএ-দের কাছ থেকেও গিয়ে জেনে নিতে পারবেন, আপনার নাম রয়েছে কিনা!

