Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bobit Worm: ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী

Bobit Worm: ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী

Nandan Paul

|

Updated on: Dec 13, 2023 | 7:15 PM

Bobit Worm: এরা কামড়ালে কেউ পঙ্গু পর্যন্ত হতে পারে। ববিট ওয়ার্মের কোনও অংশ কেটে গেলে তার থেকে পুরো দেহ তৈরি হয়ে যায়। সমুদ্রের তলদেশে সমুদ্রের পৃষ্ঠে এরা নিজেদের লুকিয়ে রাখে।

রাগে স্বামীর যৌনাঙ্গ কেটে দেন লরেনা ববিট নামের এক মহিলা। তার নামে নামকরণ সমুদ্রের ভয়ঙ্করতম প্রাণীর। প্রাণীটির নাম ববিট ওয়ার্ম (Bobbit worm)। একে স্যান্ড স্ট্রাইকার(Sand Striker)ও বলা হয়। এর বৈজ্ঞানিক নাম ইউনিস অ্যাফ্রোডিটোইস (Eunice aphroditois)। প্রাণীটি দেখতে সাপ ও সেন্টিপিডের মিশ্রণের মতো। আটলান্টিক ও ইন্দো প্যাসেফিক মহাসাগরের উষ্ণ সাগর জলে এদের দেখা যায়।

এর কামড়ালে কেউ পঙ্গু পর্যন্ত হতে পারে। এরা ৩ মিটার পর্যন্ত লম্বা হয়। ববিট ওয়ার্মের কোনও অংশ কেটে গেলে তার থেকে পুরো দেহ তৈরি হয়ে যায়। সমুদ্রের তলদেশে সমুদ্রের পৃষ্ঠে এরা নিজেদের লুকিয়ে রাখে। চোখ ছাড়াই এরা শিকারকে নিখুঁত ভাবে আক্রমণ করতে পারে। অতর্কিতে মাছ ও অন্য জলজ প্রাণীর ওপরে এরা আক্রমণ করে। সাধারণ ভাবে এদের জলের মধ্যে শৈবালের মতো দেখায়।