Nora Fatehi Facts: জন্মদিনেও মিলল না রেহাই, কী এমন করলেন নোরা?

Nora Fatehi Facts: জন্মদিনেও মিলল না রেহাই, কী এমন করলেন নোরা?

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Feb 09, 2024 | 8:56 PM

Nora Fatehi Facts: বেশ কিছুদিন ধরে একপেশে নাচ নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন নোরা ফাতেহি। জন্মদিনেও মিলল না রেহাই। ৯ ফেব্রুয়ারি, শুক্রবার প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো; তাতে কেক কাটার আগে নোরার সিগনেচার স্টেপ Bum Dance (বাম ডান্স) দেখে রে-রে করে উঠল নেটপাড়া। নেটিজ়েনদের মত, ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছেন নোরা।

আবারও কোথায় ছুটলেন বচ্চন?
অযোধ্যার রামমন্দির উদ্বোধনে বিশেষ আমন্ত্রণপত্র পেয়ে হাজির হয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তবে সেদিন ভিড়ের মাঝে পুজো দেওয়া হয়নি। কয়েকদিনের বিরতিতেই দ্বিতীয়বার গেলেন রামলালার দর্শন করতে। ৯ ফেব্রুয়ারি, শুক্রবার দিলেন পুজো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

বড় হয়ে কী হতে চায় তৈমুর?
করিনা কাপুর খান ও সইফ আলি খানের ছেলে তৈমুর আলি খান জন্মলগ্ন থেকেই জনপ্রিয়। এসেছে বহু ছবি থেকে বিজ্ঞাপনের প্রস্তাব। তবে ছোট্ট তৈমুর নাকি চায় না অভিনয় জগতে আসতে, খোলসা করলেন করিনা কাপুর খান। তাঁর চোখে নায়ক হলেন আর্জেন্টিনার ফুটবল কিং লিওনেল মেসি। সে ফুটবলই খেলতে চায় বলে দাবি বেবোর।

কটাক্ষে নোরা
বেশ কিছুদিন ধরে একপেশে নাচ নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন নোরা ফাতেহি। জন্মদিনেও মিলল না রেহাই। ৯ ফেব্রুয়ারি, শুক্রবার প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো; তাতে কেক কাটার আগে নোরার সিগনেচার স্টেপ Bum Dance (বাম ডান্স) দেখে রে-রে করে উঠল নেটপাড়া। নেটিজ়েনদের মত, ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করছেন নোরা।

কিয়ারা-সিদ্ধার্থর প্রথম বিবাহবার্ষিকী
এক বছর আগে বিয়ে করেছিলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং অভিনেত্রী কিয়ারা আডবানী। দেখতে-দেখতে একটা বছর কেটে গিয়েছে। প্রথম বিবাহবার্ষিকীতে বেড়াতে গিয়েছেন দুই তারকা। ছবি পোস্ট করে একে-অপরকে শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তাঁরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, ঘোড়ার পিঠে চড়ে কোথাও একটা যাচ্ছেন তারকা দম্পতি। নেটমহলে অনুগামীদের থেকে ভালবাসা কুড়িয়েছেন তাঁরা।

মা হচ্ছেন রিচা
মা হচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেই খবর সামনে এসেছিল। এবার, শুক্রবার আরও এক জনপ্রিয় নায়িকার মা হওয়ার খবর সামনে এল। তিনি আর কেউ নন, রিচা চাড্ডা। আলি ফয়জলকে বিয়ের চার বছর পর দুই থেকে তিন হচ্ছেন তাঁর। এ দিন গণিতের সব হিসেব গুলিয়ে ১+১=৩ লিখে একটি পোস্ট করেন রিচা নিজে। ক্যাপশনে লেখেন, “একটা ছোট্ট হৃদস্পন্দন আমাদের জীবনের সবচেয়ে বড় শব্দ হয়ে আসছে।”

অসুস্থ নুসরত
সপ্তাহ শেষে আচমকাই খারাপ খবর পেলেন বাংলাদেশ অভিনেত্রী নুসরাত ফারিয়ার ভক্তরা। অসুস্থ অঙ্কুশ হাজরার ‘আশিকি’ নায়িকা। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাড়িতেই জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে। করানো হয় সিটি স্ক্যান, অভিনেত্রীর পরিবার থেকে ভক্তদের জানানো হয় এই খবর। উদ্বেগে অনুরাগীরা।

কার প্রেমে জিতু?
নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে জিতু কামালের। এই প্রেমদিবস কার সঙ্গে কাটাচ্ছেন তিনি? জিতুর কথায়, “এটাই প্রথমবার যেখানে ফেব্রুয়ারি মাসে, বসন্তকালে আমার জীবনে প্রেম নেই।” তাই এই ভ্যালেন্টাইন্স ডে’-টা আপাতত একা কাটানোরই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোষানলে নুসরত-তৃণা
সম্প্রতি মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের ছবি ‘সেন্টিমেন্টাল’। ওই ছবিরই আইটেম নাম্বার ‘বোকা সোডা’ (Soda)-র সঙ্গে নেচেছেন তৃণা সাহা। গানের লিরিক্স নিয়ে প্রথম থেকেই নেটিজেনরা খাপ্পা। এবার সেই গানের সঙ্গে অভিনেত্রী স্বৈরীতি ভট্টাচার্যের মেয়ের নাচ শেয়ার করেছেন নুসরত ও তৃণা। আর তাতেই ভক্তরা গিয়েছেন আরও রেগে। তাঁদের একটাই মন্তব্য, ‘বাচ্চাটাকেও নষ্ট করছেন এভাবে’?

শাশুড়ি-বৌমার নতুন রসায়ন
‘জল থৈথৈ ভালোবাসা’ ধারাবাহিকে শাশুড়ি-বৌমার চরিত্রে অভিনয় করবেন অপরাজিতা আঢ্য এবং ঈপ্সিতা মুখোপাধ্যায়। তাঁদের শাশুড়ি-বৌমার রসায়ন ইতিমধ্যেই আলোচনায় দর্শকের দরবারে। শুটিংয়ের ফাঁকে মেকআপ রুমে ‘দেবদাস’ ছবির গান ‘ডোলা রে ডোলা’-য় পা মেলালেন অপরাজিতা-ঈপ্সিতা। তা দেখে দারুণ ভাল লেগেছে স্পর্শকের। দুই অভিনেত্রীর পর্দায় রসায়ন দেখার জন্য তাঁরা আগ্রহী।