Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossips: বলিউড থেকে পালাতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ, কেন?

Bollywood Gossips: বলিউড থেকে পালাতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ, কেন?

Nandan Paul

|

Updated on: Dec 11, 2023 | 1:46 PM

Katrina Kaif News: 'টাইগার থ্রি' তুমুল জনপ্রিয়। এরমধ্যেই বেরিয়ে এল এক চাঞ্চল্যকর খবর। একসময় বলিউড ছাড়তে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ। তখন ক্যাটরিনার কেরিয়ার মধ্যগগনে। কী হয়েছিল ক্যাটরিনার?

মডেলিং থেকে উত্থান অভিনেত্রী ক্যাটরিনা কাইফের(Katrina Kaif)। তাঁর অভিনয় জীবনের শুরুর দিকে ঘটেছিল এক হৃদয়বিদারক ঘটনা। তখন বাক্স গুছিয়ে বলিউড থেকে চলে যেতে চান ক্যাটরিনা। বি গ্রেড বলিউডি ছবি ‘বুম’ এ অভিনয় শুরু করেন ক্যাটরিনা কাইফ। তারপর অফার আসে জন আব্রাহামের (John Abraham) সঙ্গে একটি ভূতের ছবিতে। সেই ছবির শুটিংয়ের প্রথম দিনের পরেই বাদ দেওয়া হয় নায়িকাকে। তখন বলিউডকে (Bollywood) বিদায় জানাতে চান ক্যাটরিনা। সলমন খানের (Salman Khan) বোন আলবিরা খানের মারফত ভাইজানের সঙ্গে আলাপ হয় ক্যাটরিনার।

সলমন তখন ডেভিড ধাওয়ানের ছবি ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’র নায়িকা খুঁজছিলেন। ক্যাটরিনাকে দেখেই তাঁর পছন্দ হয়। তারপর একের পর এক সাফল্য। এর মধ্যে ব্যক্তিগত জীবনে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে হয় ক্যাটরিনার। সেই সম্পর্ক ভেঙে গেলে আবার তার বলিউড ছাড়ার কথা মনে হয়। আবার এগিয়ে আসেন মাসিহা সলমন খান। ‘টাইগার জিন্দা হ্যায়’ ক্যাটরিনার কেরিয়ারকে এগিয়ে দেয়। সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার থ্রি’। এই ছবিতে সলমন ও ক্যাটরিনার মাখোমাখো রোমান্স দেখে অভিনন্দন জানান ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল।