Bratya Basu on Dharmendra: ধর্মেন্দ্র তো হিম্যান, অমিতাভ কি উম্যান?: ব্রাত্য
Bratya Basu: নিঃশব্দে চলে গেলেন বলিউডের 'হি-ম্যান'। দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার প্রয়াণের পর বলিউডে তৈরি হয়েছে মন খারাপের আবহ। নেমেছে অন্ধকার। ধর্মেন্দ্রকে 'শ্রদ্ধাজ্ঞাপন' করেছেন ব্রাত্য বসু।
কলকাতা: নিঃশব্দে চলে গেলেন বলিউডের ‘হি-ম্যান’। দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার প্রয়াণের পর বলিউডে তৈরি হয়েছে মন খারাপের আবহ। ধর্মেন্দ্রকে ‘শ্রদ্ধাজ্ঞাপন’ করেছেন ব্রাত্য বসু।
এদিন তিনি বলেন, ‘আমি নিজের সমাজমাধ্যমে ওনাকে নিয়ে একটা লেখা লিখেছি।’ তবে শুধুই শ্রদ্ধাজ্ঞাপন পর্যন্ত ক্ষান্ত থাকেননি শিক্ষামন্ত্রী তথা নাট্যকার। ধর্মেন্দ্র ‘হিম্যান’ চরিত্র নিয়ে নিজের একটি তত্ত্ব তুলে ধরেছেন ব্রাত্য। শিক্ষামন্ত্রীর কথায়, ‘শোলেতে ধর্মেন্দ্র ও অমিতাভের বন্ধুত্ব নিয়ে আমার একটা তত্ত্ব রয়েছে। ধর্মেন্দ্র হিম্যান, তা হলে অমিতাভ কি উম্যান? দু’জনেই দু’জনের বিয়ে নিয়ে ভাঙচি দিচ্ছেন।’
Published on: Nov 28, 2025 09:33 AM
