অনিশ্চিত রাহুল, ব্রিগেডে বুদ্ধ?

Debasmita Chakraborty

|

Updated on: Feb 17, 2021 | 6:41 PM

ব্রিগেডে থাকছেন না রাহুল গান্ধী।

ব্রিগেডে থাকছেন না রাহুল গান্ধী। থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে সেটা ভার্চুয়ালি। বুধবার সিপিএম-এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেডে ভার্চুয়ালি উপস্থিত করার জন্য প্রাথমিক স্তরে আলোচনা করেছেন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা। এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে রাজ্য কমিটিতেও। ব্রিগেড আয়োজন করার ক্ষেত্রে যেহেতু কলকাতা জেলা অগ্রণী ভূমিকে নিয়ে থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটিও এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। তারপরই চূড়ান্ত হবে – ব্রিগেডে বুদ্ধে ভার্চুয়াল উপস্থিতি আদৌ সম্ভব কিনা।