‘খেলা হবে’ গান চালিয়ে উদ্দাম নাচ পড়ুয়াদের, পোস্টার কলকাতা বিশ্ববিদ্যালয়েও

sreejayee das

|

Updated on: Feb 17, 2021 | 4:00 PM

এ বার বাগদেবীর আরধনাতেও দেখা গেল ‘#খেলা হবে’ পোস্টার। তাও আবার খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) আঙিনায়।

‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগানকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির খেলা জমে উঠেছে। শুরুটা তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল ঠিকই। তবে এখন ডান-বাম নির্বিশেষে এই স্লোগানকে আশ্রয় করে সব রাজনৈতিক শিবিরই কর্মীদের উৎসাহে অক্সিজেন সঞ্চার করছে। এ বার বাগদেবীর আরধনাতেও দেখা গেল ‘#খেলা হবে’ পোস্টার। তাও আবার খোদ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) আঙিনায়। সুরেন্দ্রনাথ কলেজে আবার এই গান চালিয়ে নাচতে দেখা যায় পড়ুয়াদের। এই দুই ঘটনা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে শিক্ষা মহলে।

কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু না হলেও শিক্ষাঙ্গনে সরস্বতী পুজোর অনুমতি দিয়েছিল শিক্ষা দফতর। সেই মতো এ দিন সকাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে ভিড় জমিয়েছিল পড়ুয়ারা। শিক্ষার দেবীর আরাধনা উপলক্ষে নানা সৃজনশীল পোস্টারে সেজে উঠেছিল বিশ্ববিদ্যালয়ও। তার মধ্যেই হঠাৎ নজরে আসে এই #খেলা হবে কাট আউট পোস্টার। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের কাট আউটও দেখা যায় সেখানে।

Published on: Feb 17, 2021 01:23 PM