১৯-২২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আম্বেদকর সেতু

পরিবহন পরীক্ষার বা লোড টেস্টের জন্য বন্ধ থাকবে আম্বেদকর সেতু।

১৯-২২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আম্বেদকর সেতু
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 17, 2021 | 1:50 PM

কলকাতা: সপ্তাহের শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার রাত থেকে ২২ ফেব্রুয়ারি, সোমবার সকাল পর্যন্ত ভার পরিবহন পরীক্ষার বা লোড টেস্টের জন্য বন্ধ থাকবে আম্বেদকর সেতু (Ambedkar Bridge)।

সায়েন্সসিটি থেকে পাটুলীগামী যে রাস্তাটি (Ambedkar Bridge) তৃণমূল ভবনের দিকে গিয়েছে, বন্ধ থাকবে। বাইপাসের দক্ষিণমুখী এই রাস্তাটি বন্ধ থাকায় ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং অফলাইনে, শুরু আগামিকাল থেকে

কলকাতা ট্রাফিক সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার ই এম বাইপাসের উত্তরমুখী রাস্তা দিয়ে দ্বিমুখী যান চলাচল করবে।