Bengal vs Haryana: আবার ‘নক-আউট’, ব্যাটিং ব্যর্থতায় প্রি-কোয়ার্টারে বিদায় বাংলার

Vijay Hazare Trophy 2024-25 Knockout: হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচের আগে শক্তিও বেড়েছিল বাংলার। বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণ টিমে যোগ দিয়েছিলেন। যদিও অস্ট্রেলিয়া থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে টিমকে সাফল্য দিতে পারলেন না বাংলার ব্যাটার।

Bengal vs Haryana: আবার 'নক-আউট', ব্যাটিং ব্যর্থতায় প্রি-কোয়ার্টারে বিদায় বাংলার
Image Credit source: INSTAGRAM
Follow Us:
| Updated on: Jan 09, 2025 | 10:09 PM

সৈয়দ মুস্তাক আলির পর বিজয় হাজারে ট্রফি। সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেটে দুই টুর্নামেন্টে নকআউটেই বিদায় বাংলার। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভালো খেলেছিল বাংলা। কিন্তু কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে হারে বিদায়। একটা ট্রফির সম্ভাবনা সেখানেই শেষ হয়েছিল। সীমিত ওভারে আরও একটা সর্বভারতীয় ট্রফির সম্ভাবনাও শেষ হল। বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালে হরিয়ানার কাছে হার।

ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে মধ্য প্রদেশের কাছে হেরেছিল বাংলা। সেই ম্যাচটা জিতলে বাংলা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিত। তা না হওয়ায় প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে হয়েছে। হরিয়ানার বিরুদ্ধে এই ম্যাচের আগে শক্তিও বেড়েছিল বাংলার। বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণ টিমে যোগ দিয়েছিলেন। যদিও অস্ট্রেলিয়া থেকে ফিরে ঘরোয়া ক্রিকেটে টিমকে সাফল্য দিতে পারলেন না বাংলার ব্যাটার।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। সিদ্ধান্তটা কিছুটা হলেও ব্যাকফায়ার করে। মিলিত চেষ্টায় বাংলাকে ২৯৯ রানের টার্গেট দেয় হরিয়ানা। সামি ৩ উইকেট নেন। মুকেশের ঝুলিতে ২টি উইকেট। যদিও বাংলার বোলারদের ইকোনমি হতাশার। রান তাড়ায় শুরুটা দুর্দান্ত করেছিলেন অভিষেক পোড়েল ও ক্যাপ্টেন সুদীপ ঘরামি। ৭০ রানে ওপেনিং জুটি ভাঙে। এরপর আর বড় কোনও পার্টনারশিপ গড়তে পারেনি ভারত।

এই খবরটিও পড়ুন

অভিষেক পোড়েল সেট হলেও ৫৮ রানেই ফেরেন। স্ট্রাইকরেট ৭৩-এর সামান্য বেশি। মিডল কিংবা লোয়ার অর্ডারেও উল্লেখযোগ্য কোনও অবদান নেই। শেষ অবধি ৪৩.১ ওভারে ২২৬ রানেই অলআউট বাংলা। এ মরসুমে বাকি রঞ্জির কিছু ম্যাচ। সেখানেও অবশ্য চাপে রয়েছে বাংলা।