RG Kar Case: সিবিআই এখন ‘প্রতিপক্ষ’ তিলোত্তমার বাবা-মার, ‘সেটিং’ নিয়ে বিস্ফোরক অভিযোগ

RG Kar Case: তিলোত্তমার মা বলেন, "রাজ্য পুলিশ যা করেছিল, পাঁচ মাসে সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার একা দোষী, সেটাই প্রমাণ করেছে। কিন্তু, আমরা মনে করি, ওই সিভিক ভলান্টিয়ার একা কিছুতেই একাজ করতে পারে না। হাসপাতালের কেউ যুক্ত না থাকলে, বাইরে থেকে একজন এসে ধর্ষণ-খুন করে চলে যাবে, এটা কেউ বিশ্বাস করবে না।"

RG Kar Case: সিবিআই এখন 'প্রতিপক্ষ' তিলোত্তমার বাবা-মার, 'সেটিং' নিয়ে বিস্ফোরক অভিযোগ
কী বলছেন তিলোত্তমার বাবা-মাImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2025 | 9:33 PM

পানিহাটি: ঠিক ৫ মাস কেটেছে। গত বছরের ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে তাঁদের মেয়ের দেহ উদ্ধার হয়েছিল। আর আগামী ১৮ জানুয়ারি রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। তার আগে সিবিআইকে নিশানা করে সরব হলেন তিলোত্তমার বাবা-মা। সিবিআইয়ের সঙ্গে রাজ্য পুলিশের আঁতাতের অভিযোগও তুললেন তাঁরা।

১৮ জানুয়ারি তিলোত্তমা ধর্ষণকাণ্ডে রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। এদিন এই খবর পাওয়ার পরও খুব একটা খুশি হলেন না তিলোত্তমার বাবা-মা। তিলোত্তমার বাবা বলেন, “বিচারের প্রথম সিঁড়ি পার করতে পারছি। ১৮ তারিখ যে রায় আসুক না কেন, আমরা তো আরও তদন্তের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। এর পিছনে যারা যারা যুক্ত, সবাইকে সামনে এনে শাস্তি চাই। সেটা সিবিআই আনবে, না অন্য কেউ আনবে তা আদালত দেখবে। আমরা আর সিবিআইয়ের কাছে দরবার করব না। যা করার আদালতের কাছে করব।”

তাঁরা সিবিআই তদন্তের দাবি করেননি জানিয়ে তিলোত্তমার বাবা বলেন, “সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন। এরকই পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না। আমরা কখনও সিবিআই চাইনি। আমরা আদালতের কাছে ভাল তদন্তকারী সংস্থা চেয়েছিলাম। আদালতের উপর নির্ভর করেছিলাম। আদালত ভাল মনে করেছে, সিবিআইকে দিয়েছে। আদালতকে জানিয়েছি, সিবিআই ভাল কাজ করছে না।”

এই খবরটিও পড়ুন

সিবিআইয়ের চার্জশিট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আদালতের সামনে যেসব স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল সিবিআই, তাতে অবাক হয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও। কেউ বলেছিলেন, ৩০ বছরের কর্মজীবনে এমন দেখিনি। কিন্তু, চার্জশিট দেওয়ার সময় তার প্রতিফলন দেখা যায়নি। কলকাতা পুলিশ যা করেছিল, তাতে সিলমোহর লাগিয়ে একটা ঢিলেঢালা চার্জশিট নিম্ন আদালতে দিয়েছে।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “সিবিআই ৫ মাসে কিছু করেছে বলে মনে হয় না। সিবিআইয়ের তো কোনও ব্যাপার রয়েছে।” তবে তিনি আশাবাদী, এরপর আদালত যেমন নির্দেশ দেবে, তেমনই কাজ করতে হবে সিবিআইকে।

রাজ্যের বিরোধী দলকে পাশে পেয়েছেন জানিয়ে তিলোত্তমার বাবা বলেন, “রাজ্যের বিরোধী দল বিজেপি আমাদের সাহায্য় করছে। প্রথম দিন থেকে আমাদের সঙ্গে রয়েছে। ডাকলেই সহযোগিতা পাই।”

রাজ্য পুলিশের সঙ্গে ‘সেটিং’ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তিলোত্তমার মা। তিনি বলেন, “রাজ্য পুলিশ যা করেছিল, পাঁচ মাসে সেটাতেই তকমা লাগিয়েছে সিবিআই। ধৃত সিভিক ভলান্টিয়ার একা দোষী, সেটাই প্রমাণ করেছে। কিন্তু, আমরা মনে করি, ওই সিভিক ভলান্টিয়ার একা কিছুতেই একাজ করতে পারে না। হাসপাতালের কেউ যুক্ত না থাকলে, বাইরে থেকে একজন এসে ধর্ষণ-খুন করে চলে যাবে, এটা কেউ বিশ্বাস করবে না। আমাদের মনে হচ্ছে, সেটিং হয়ে সিবিআইকে চার্জশিট দিতে দিল না।”

সিবিআই তদন্তে তিলোত্তমার বাবা-মার ‘অনাস্থা’ নিয়ে দিন দুয়েক আগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন তিলোত্তমার বাবা-মা। তিনি বলেছিলেন,”মৃতার বাবা-মার প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সমবেদনা রেখেও বলছি, তাঁরা কিছু লোকের কথায় ধারাবাহিকভাবে বিভ্রান্ত হচ্ছেন। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে ধরল। তাঁরা বললেন, আমরা সিবিআই চাই। সেইমতো সিবিআই তদন্ত হয়েছে। এবার সিবিআই তদন্ত করে কলকাতা পুলিশ যাকে ধরেছে, সেই ধরাটাকে ন্যায্য বলেছে। এবার তাঁরা তা মানতে পারছেন না।” একইসঙ্গে কুণাল অভিযোগ করেছিলেন, মৃতার বাবা-মাকে সামনে রেখে তাঁদের আবেগকে বিভ্রান্তিকর পথে চালিত করে ধৃত সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর খেলা চলছে।