মাধ্যমিক পাশ করা মহিলা হলেই মাসে মাসে টাকা রোজগার নিশ্চিত, LIC-র নতুন স্কিম সম্পর্কে জানুন
LIC: এলআইসি-র সিইও সিদ্ধার্থ মোহান্তি বলেন, "আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে একজন করে 'বিমা সখী' নিয়োগ করা।"
নয়া দিল্লি: দেশের মহিলাদের জন্য এক বিশেষ স্কিম এনেছে এলআইসি (LIC)। স্কিমটি চালু হয়েছে মাত্র এক মাস আগে। আর তাতেই বেড়েছে জনপ্রিয়তা। এক মাসের মধ্যে এই স্কিমে ৫০ হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে। দশম শ্রেণি পাস করা প্রত্যেক মহিলা মাসিক বেতন এবং ৭,০০০ টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেছিলেন।
বুধবার জীবন বিমান নিগম এক বিবৃতিতে জানিয়েছে যে এই প্রকল্প চালু হওয়ার এক মাস পূর্ণ হয়েছে। আর এই এক মাসে বিমা সখীর মোট রেজিস্ট্রেশনের সংখ্যা ৫২,৫১১। এর মধ্যে ২৭,৬৯৫ জন বীমা সখিকে পলিসি বিক্রির জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং ১৪,৫৮৩ জন বিমা সখি পলিসি বিক্রি শুরু করেছেন। এলআইসি-র সিইও সিদ্ধার্থ মোহান্তি বলেন, “আমাদের লক্ষ্য এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে একজন করে ‘বিমা সখী’ নিয়োগ করা।” তিনি আরও জানান, এই স্কিমে পলিসি বিক্রির উপর যে কমিশন পাওয়া যাবে, তার পাশাপাশি তিন বছরের জন্য মাসিক সাম্মানিক ভাতাও পাওয়া যাবে।
এই প্রকল্প অনুসারে, প্রত্যেক ‘বিমা সখী’কে প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা করে, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬,০০০ টাকা করে এবং তৃতীয় বছরে মাসে ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এছাড়াও মহিলা এজেন্টরা তাদের বিমা পলিসির উপর ভিত্তি করে কমিশন পেতে পারেন। এলআইসি আগামী তিন বছরে ২ লক্ষ ‘বিমা সখি’ নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেছে। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলা, যাঁরা দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।