Tata Group: রতন টাটার প্রয়াণের পর টাটা গোষ্ঠীতে ফাটল? সামনে এল বড় মনোমালিন্য
Tata Group: রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা। তাঁর দুই কন্যা মায়া টাটা ও লিয়া টাটা। স্যার রতন টাটা ট্রাস্টের অংশ হল এসআরটিআইআই(SRTII)। টাটা সন্সের দুই প্রধান শেয়ারহোল্ডারের একটি হল এই ট্রাস্ট। এসআরটিআইআই থেকে সরে যাচ্ছেন বোর্ড অব ট্রাস্টির দুই সদস্য আরনাজ কোটওয়াল এবং ফ্রেড্ডি তালাতি। তাঁদের জায়গাতেই বোর্ড অব ট্রাস্টিতে এসেছেন নোয়েল টাটার দুই কন্যা।
নয়াদিল্লি: গত বছরের ৯ অক্টোবর প্রয়াত হন রতন টাটা। তারপরই, প্রশ্ন উঠতে শুরু করে, টাটা গোষ্ঠীকে এবার এগিয়ে নিয়ে যাবেন কারা? রতন টাটার প্রয়াণের পর মাসতিনেক কেটেছে। টাটা গোষ্ঠীর অন্দরে ফের পরিবর্তনের হাওয়া। মনোমালিন্যও সামনে আসছে। স্যার রতন টাটা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট (SRTII)-র বোর্ড অব ট্রাস্টিতে নোয়েল টাটার কন্যাদের সামিল করা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদায়ী ট্রাস্টি আরনাজ কোটওয়াল অসন্তোষ প্রকাশ করেছেন।
রতন টাটার সৎ ভাই নোয়েল টাটা। তাঁর দুই কন্যা মায়া টাটা ও লিয়া টাটা। স্যার রতন টাটা ট্রাস্টের অংশ হল এসআরটিআইআই(SRTII)। টাটা সন্সের দুই প্রধান শেয়ারহোল্ডারের একটি হল এই ট্রাস্ট। এসআরটিআইআই থেকে সরে যাচ্ছেন বোর্ড অব ট্রাস্টির দুই সদস্য আরনাজ কোটওয়াল এবং ফ্রেড্ডি তালাতি। তাঁদের জায়গাতেই বোর্ড অব ট্রাস্টিতে এসেছেন নোয়েল টাটার দুই কন্যা। এর আগে নোয়েল টাটার পুত্র নেভিল বোর্ড অব ট্রাস্টির সদস্য হয়েছেন। ফলে নোয়েল টাটার তিন সন্তানই এখন এসআরটিআইআই-র ট্রাস্টি। তবে তাঁরা দুটো প্রধান ট্রাস্ট স্যার রতন টাটা ট্রাস্ট ও স্যার দোরাবজি টাটা ট্রাস্টের সদস্য হননি।
এসআরটিআইআই-র বোর্ড অব ট্রাস্টিতে নোয়েল টাটার দুই কন্যাকে অন্তর্ভুক্ত করতে তাঁকে পদত্যাগ করতে বলা হয় বলে সরব হলেন আরনাজ। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করে অন্য ট্রাস্টিদের তিনি চিঠি দিয়েছেন। চিঠিতে আরনাজ কোটওয়াল লিখেছেন, বোর্ড অব ট্রাস্টিতে নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করতে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। চিঠিতে তিনি লিখেছেন, “আমি এখন দুবাইয়ে রয়েছি। আমার সঙ্গে কোনও কথা না বলেই পদত্যাগ করতে বলা হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, বোর্ড অব ট্রাস্টির অন্য সদস্যরা এই নিয়ে আমাকে কিছু বলেননি।”
এই খবরটিও পড়ুন
জানা গিয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে টাটা গ্রুপে বড় ভূমিকা পালনে প্রস্তুত করতেই মায়া ও লিয়াকে এসআরটিআইআই-র বোর্ড অব ট্রাস্টিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।