রতন টাটা
দেশের অন্যতম বড় শিল্পপতি তথা উদ্যোগপতি ছিলেন রতন টাটা। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। অল্প বয়সে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় ঠাকুমার কাছে বড় হয়েছিলেন রতন টাটা।
আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি এবং হার্ভার্ড অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি অর্জন করেছিলেন রতন টাটা। ১৯৬২ সালে টেলকো সংস্থায় সামান্য কর্মী হিসেবে কাজ করা শুরু করেছিলেন। ১৯৯১ সালে তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসেন। ২০১২ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। এরপর তিনি চেয়ারম্যান পদ থেকে সরে আসেন। তবে টাটা গ্রুপ ও ট্রাস্ট্রের বোর্ড সদস্য হিসাবে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।
আজ দেশে ১০টি ক্ষেত্রে ৩০টি সংস্থা রয়েছে টাটা গোষ্ঠীর অধীনে। ১৯৬৮ সালে তৈরি টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস-কে ২০০৪ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা হয়।
অনেকেই জানেন না যে টাটা স্টিল নয়, টাটা গোষ্ঠীর পথচলা শুরু হয়েছিল ট্রেডিং ফার্ম হিসাবে। এরপর তৈরি হয় টাটা স্টিল। প্রযুক্তিক্ষেত্রে যেমন টিসিএস, টাটা এলোক্সি রয়েছে, তেমনই অটোমেবাইল ক্ষেত্রে রয়েছে টাটা মোটরস, জ্যাগুয়ার, ল্যান্ড রোভার।
পণ্যের বাজারেরও একটা বিরাট অংশ টাটা গোষ্ঠীর হাতেই। নুন (টাটা সল্ট) থেকে শুরু করে চা (টাটা টি, টেটলি), কফি, বিভিন্ন মশলা (টাটা সম্পন্ন), টাটা গ্লুকো, স্টারবাকস রয়েছে এই গোষ্ঠীর অধীনে।
এছাড়া টাটা পাওয়ার রয়েছে শক্তি উৎপাদন ক্ষেত্রে। টাটা হোটেলসের অধীনে তাজ, ভিভান্তা যেমন রয়েছে, তেমনই বিমান পরিষেবাতেও এয়ার ইন্ডিয়া, ভিস্তারা রয়েছে। পাশাপাশি ফিন্যান্স ক্ষেত্রে টাটা এআইএ, টাটা এআইজি, টাটা মিউচুয়াল ফান্ড রয়েছে। লাইফস্টাইল সেক্টরে টাইটান, তানিস্ক, ফাস্টট্রাক, ওয়েস্টসাইডের মতো ব্রান্ড রয়েছে।