KL Rahul: প্রাক্তন দলের বিরুদ্ধেই রেকর্ড, লখনউয়ের গ্যালারি দখল করলেন লোকেশ রাহুল
Lucknow Super Giants vs Delhi Capitals: এই মরসুমে তাদের প্রথম ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই। সেই ম্যাচের আগে থেকেই আলোচনা চলে লোকেশ রাহুলকে নিয়ে। প্রাক্তন দলের বিরুদ্ধে রাহুল কেমন পারফর্ম করেন সেদিকেই ছিল নজর।

মরসুমের শুরু থেকেই আলোচনায় ছিল একটা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস নিয়ে। দিল্লি ক্যাপিটালসের দুটি হোম গ্রাউন্ড। প্রথম দিকে হোম ম্যাচগুলো বিশাখাপত্তনমে খেলেছে দিল্লি ক্যাপিটালস। আর এই মরসুমে তাদের প্রথম ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই। সেই ম্যাচের আগে থেকেই আলোচনা চলে লোকেশ রাহুলকে নিয়ে। প্রাক্তন দলের বিরুদ্ধে রাহুল কেমন পারফর্ম করেন সেদিকেই ছিল নজর।
সন্তানের অপেক্ষায় ছিলেন লোকেশ রাহুল ও স্ত্রী আথিয়া শেট্টি। লখনউয়ের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচে খেলা হয়নি লোকেশ রাহুলের। সেদিনই তাঁদের সন্তান পৃথিবীর আলো দেখেছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ১ উইকেটে ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শেষে পুরো টিম সেলিব্রেশন করেছিল সদ্য পিতা হওয়া রাহুলের জন্য়। দুর্দান্ত একটা অনুভূতি। নতুন টিমে রাহুল কতটা গুরুত্বমপূর্ণ, শ্রদ্ধা এবং সম্মানের পাত্র, সতীর্থরা বুঝিয়ে দিয়েছিলেন।
লখনউয়ের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগেও সেই একই উন্মাদনা। নানা আলোচনা। অবশেষে প্রাক্তন দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে চলেছেন রাহুল। কী করবেন? এই আলোচনার অন্যতম কারণ, আরসিবির মাঠে ম্যাচ জিতে ‘কান্তারা’ সেলিব্রেশন করেছিলেন রাহুল।
বেঙ্গালুরুর ছেলে। আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। লখনউ ছাড়ার আবহে আরসিবির সমর্থকরাও দাবি তুলেছিলেন রাহুলকে ক্যাপ্টেন করে আনা হোক। আরসিবি টিম ম্যানেজমেন্ট সমর্থকদের সেই কথায় যে গুরুত্ব দেয়নি, অকশনের চিত্রটাই বলে দেয়। হোক না প্রতিপক্ষ, আসলে তো ঘরের ছেলে। রাহুলের সাফল্য, ম্যাচ হেরেও ঘরের ছেলের জন্য গলা ফাটিয়েছিল আরসিবির গ্যালারি। লোকেশ রাহুল মাঠে ব্যাট দিয়ে সেলিব্রেশনে বার্তা দিয়েছিলেন, এই মাঠ আমারও।
লখনউয়ের মাঠে অপরাজিত হাফসেঞ্চুরি। ম্যাচ জেতানো ইনিংসের পথে রেকর্ডও গড়লেন। আইপিএলে ৪০তম হাফসেঞ্চুরি করেন। ৫ হাজার রানের মাইলফলকও পেরিয়ে যান রাহুল। দ্রুততম হিসেবে পাঁচ হাজারের রেকর্ড। আইপিএলে ১৩৫ ইনিংসে ৫ হাজার রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। ১৩০ ইনিংসেই সেই মাইলফলক পেরিয়ে শীর্ষে লোকেশ রাহুল।
প্রাক্তন দল। লখনউয়ের মাঠে হাফসেঞ্চুরি। তারপরও তো তেমন কোনও সেলিব্রেশন ছিল না? ছিল একটা বার্তা। গ্যালারির দিকে ব্যাট তুললেন রাহুল। পুরো গ্যালারির দিকে নিঃশব্দে ব্যাট দেখালেন। কোনও ঔদ্ধত্য নয়, শুধুই সম্মান। এই সমর্থকরা যে তাঁর পাশে সবসময়ই ছিলেন। সেই কৃতজ্ঞতাই যেন জানালেন। গ্যালারিকে যেন বার্তা দিলেন, জার্সি বদল হলেও, আমি তোমাদেরই সেই রাহুল। সে সময় তাঁর চোখ ভেজা ছিল কি? ক্যামেরা অন্তত ধরতে পারেনি। শুধু ম্যাচ নয়, রাহুল যেন গ্যালারিও জিতে নিলেন।
