Bangladeshi: ভারতের মেয়ের সঙ্গে প্রেম করতে এসে জেলে ঠাঁই হল বাংলাদেশির
Love Affair: ধৃতের নাম রায়হান কবীর। বয়স ২৫। বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। স্থানীয় সূত্রে খবর, প্রেমিকের খোঁজে সোজা বাংলাদেশ থেকে ভারতে চলে আসে ওই যুবক। তবে প্রেমিকার সন্ধান না পাওয়ায় শুক্রবার ভোরে বসিরহাটের ঢ্যামডেমি এলাকায় ঘোরাঘুরি করছিলেন।

বসিরহাট: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। ধীরে ধীরে আরও গভীর হতে থাকে সম্পর্ক। কিছুদিনের মধ্যেই যুবতীর প্রেমে একেবারে হাবুডুবু খেতে লাগলেন যুবক। ছুটে এলেন ঘর ছেড়ে। নিশ্চয় ভাবছেন, এ তো আর পাঁচটা প্রেমের গল্পেই হয়ে থাকে। তাহলে হঠাৎ কেন এত চর্চা? কারণ, যুবক ভারতীয় নন, বাংলাদেশি। প্রেমিকের খোঁজে অবৈধভাবে সীমান্ত পার করে ঢুকে পড়লেন এপার বাংলায়। আর এসআইআর আবহে তাই যেন তাঁদের প্রেমের গল্পে জুড়ে দিল নতুন মাত্রা। তবে প্রেম পরিণতি পাওয়ার আগেই শ্রীঘরে যেতে হল প্রেমিককে।
ধৃতের নাম রায়হান কবীর। বয়স ২৫। বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। স্থানীয় সূত্রে খবর, প্রেমিকের খোঁজে সোজা বাংলাদেশ থেকে ভারতে চলে আসে ওই যুবক। তবে প্রেমিকার সন্ধান না পাওয়ায় শুক্রবার ভোরে বসিরহাটের ঢ্যামডেমি এলাকায় ঘোরাঘুরি করছিলেন। তা দেখেই সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। ধোঁয়াশা তৈরি হয় তাঁর চাপানউতোর তৈরি হতেই খবর চলে যায় পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ঢ্যামডেমি এলাকার বাসিন্দারা বলছেন, ভাল করে ওই যুবকের সম্পর্কে খোঁজ-খবর নিক পুলিশ।
বসিরহাট থানার পুলিশ আধিকারিক রক্তিম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রায়হানকে গ্রেফতার করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় অনুপ্রবেশের দায়ে তাঁকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে শুধুই প্রেম নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে এপারে কোথায় তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল, আগে কখনও এভাবে অবৈধ পন্থায় তিনি ভারতে এসেছিলেন কিনা তাও দেখা হচ্ছে।
