৫৬ বলে সেঞ্চুরি, বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কু শো!
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। ফর্ম্যাট ওয়ান ডে হোক না কেন, কেকেআরের ব্যাটার টি-টোয়েন্টির ঢঙেই ব্যাটিং করেছেন। উত্তরপ্রদেশের ক্য়াপ্টেন মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর বিস্ফোরক ইনিংসের সুবাদেই চণ্ডীগড়ের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করেছে দল। তবে একা রিঙ্কু নন, ওপেনার আরিয়ান জুরেলও সেঞ্চুরি করেছেন।

কলকাতা: বিজয় হাজারে ট্রফি বিস্ফোরক ব্যাটিং রিঙ্কু সিংয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন। ফর্ম্যাট ওয়ান ডে হোক না কেন, কেকেআরের ব্যাটার টি-টোয়েন্টির ঢঙেই ব্যাটিং করেছেন। উত্তরপ্রদেশের ক্য়াপ্টেন মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করেন তিনি। তাঁর বিস্ফোরক ইনিংসের সুবাদেই চণ্ডীগড়ের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করেছে দল। তবে একা রিঙ্কু নন, ওপেনার আরিয়ান জুরেলও সেঞ্চুরি করেছেন।
জুয়েলের শুরুটা ছিল চমৎকার। একদিক আঁকড়ে রেখে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ১১৮ বলে ১৩৪ করে যান তিনি। তিন নম্বরে নামা আর এক ভারতীয় তারকা ধ্রুব জুরেল ৫৭ বলে ৬৭ করেন। তবে প্রথম ইনিংসে আকর্যণের কেন্দ্রবিন্দুতে থাকলেন রিঙ্কু। কেকেআরের হয়ে তাঁকে এমন বিস্ফোরক মোডেই দেখা যায়। ভারতীয় দলে তিনি খেলেন ফিনিশারের ভূমিকায়। উত্তর প্রদেশের হয়েও তিনি নেমেছিলেন ৫ নম্বরে। শুরু থেকেই ঝড় বইয়ে দেন। তাঁর এই ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। মাঠে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন তিনি। ওপেনার জুয়েলের সঙ্গে গড়ে তোলেন জুটি। প্রশান্ত বীরের সঙ্গেও জুটিতে ৩৫ বলে ৬৩ রান করেন। স্কোরবোর্ডে রানের বন্যা বইয়ে দেন রিঙ্কু। ৫০ ওভারে মাএ ৪ উইকেটে ৩৬৭ রান করে উত্তরপ্রদেশ।
শেষ পর্যন্ত ৬০ বলে ১০৬ করে নট আউট থেকে যান রিঙ্কু। বিজয় হাজারে ট্রফিতে এই ইনিংস নিঃসন্দেহে এক অন্যতম সেরা পারফরম্যান্স রিঙ্কু সিংয়ের।
