Parno Mitra in TMC: বিজেপির পার্নো তৃণমূলে, তৃণমূলের তাপস বিজেপিতে! কাকে ভোট দিলেন বুঝতেই পারছেন না বরাহনগরের বাসিন্দারা
CPIM on Parno Mitra: এদিকে সামনেই আবার বিধানসভা নির্বাচন। তাই পার্নোর দলবদলের পর তাঁর ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা তুঙ্গে। পার্নো যদিও বলছেন, “এটা তো আমার হাতে নেই। আগেরবারও ছিল না। এটা দল ঠিক করবে। ম্যাডাম সিপিএম ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন।”

কলকাতা: ভোটের আগেই খেলা শুরু তৃণমূলের। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে এলেন অভিনেত্রী পার্নো মিত্র। ২০২১ সালের বিধানসভা ভোটে বরাহনগরে বিজেপির প্রার্থী ছিলেন পার্নো। সেইবার বরাহনগরে তৃণমূলের প্রার্থী ছিলেন তাপস রায়। তাপসের কাছে হারতে হয়েছিল পার্নোকে। সেই তাপস রায় যদিও এখন বিজেপিতে। কিন্তু পার্নো চলে এলেন তৃণমূলে। তা নিয়েই চর্চা রাজনৈতিক আঙিনায়। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে শাসকদলে যোগদান করেন পার্নো। তা নিয়ে খোঁচা দিতে যদিও ছাড়ছে না বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন সিপিএম নেত্রী দীপ্সিতা ধর। অন্যদিকে নেতাদের দলবদলে যেন কিছুই বুঝে উঠতে পারছেন বরাহনগরের বাসিন্দারা। কার ভোট কোথায় গেল তা ভেবেই এখন চর্চা এলাকার নেটিজেনদের দেওয়ালে।
নাম প্রকাশে অনিচ্ছুক বরাহনগরের বাজার এলাকার এক বাসিন্দা বলছেন, “কী আর বলব। ফুলগুলো তো সব এখন ভুলভুলাইয়া মনে হচ্ছে। কার ভোট কোথায় চলে যাচ্ছে ধরতেই পারছি না।” অন্যদিকে বরাহনগরের আলমবাজারের আর এক যুবক বলছেন, “তাপস রায়ের রাজনীতির প্রজ্ঞা দীর্ঘদিনের, “কিন্তু পার্নো মিত্রর মতো অভিনেত্রীকে নিয়ে তৃণমূলের কী লাভ হল বুঝতেই পারছি না।” তীব্র ক্ষোভ প্রকাশ করে বরাহনগর স্টেশন চত্বরের এক বাসিন্দা বলছেন, “দিনের শেষে কে কোন ফুলে চলে যাবে ধরতেই পারবেন না। আসলে আমাদের ভোট নিয়ে ছেলেখেলা করে এরা।”
অন্যদিকে খোঁচা দিয়ে ফেসবুকে দীপ্সিতা লিখলেন, ‘২০২১-এ বরানগরে তৃণমূলের প্রার্থী ছিলো তাপস রায়। তিনি এখন বিজেপিতে। ২০২১-এ বরানগরে বিজেপির প্রার্থী ছিলো পার্নো মিত্র। তিনি এখন তৃণমূলে। তৃণমূল কংগ্রেস এদের কমিটির মাথায় জায়গা দিক।’ এদিকে সামনেই আবার বিধানসভা নির্বাচন। তাই পার্নোর দলবদলের পর তাঁর ভোটে দাঁড়ানো নিয়েও জল্পনা তুঙ্গে।
পার্নো যদিও বলছেন, “এটা তো আমার হাতে নেই। আগেরবারও ছিল না। এটা দল ঠিক করবে। ম্যাডাম সিপিএম ঠিক করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। আর তা ছাড়া এটার জন্য আমি মুখিয়েও নেই। আমাকে যে ধরনের দায়িত্ব দেওয়া হবে আমি সেটা পালন করার জন্য প্রস্তুত রয়েছি। আমি শুধু কাজ করতে চাই।”
অন্যদিকে এখন পার্নোর দলবদল নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না বিজেপি নেতা তাপস রায়ও। তাঁর কাছেই আগের ভোটে পদ্ম চিহ্নে দাঁড়িয়ে হারতে হয়েছিল পার্নোকে। তাপস বলছেন, “আমার মনে হচ্ছে আবার কোনও উৎসর্গীকৃত তৃণমূল কর্মীর সর্বনাশ হল। দলটা তো আস্তে আস্তে প্রাক্তন অভিনেতা-অভিনেত্রী, যাঁরা আর সিনেমায় কাজ পায় না তাঁদের দল হয়ে দাঁড়াচ্ছে।” এখানেই না থেমে পার্নোর রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে তাপস আরও বলছেন, “বিজেপিতে যোগদান ভুল হয়েছিল এটা ভাবতে ওর ৫ বছর গেলে গেল! ভাবতেই অবাক লাগে”।
