AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রাণনাশের হুমকি কাঁধে নিয়েই ষাটের জন্মদিনে সলমন! কী কী প্ল্যান?

সলমনের কাঁধে এমনিতেই ঝুলছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। তার মধ্যেই কড়া নিরাপত্তায় নিজেকে মুড়ে নিয়ে শুটিং করছেন সলমন। মুম্বইয়ের এদিক-ওদিক যাচ্ছেন। তবে শোনা যাচ্ছ, জন্মদিনে বড়সড় পার্টির পাশাপাশি নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রাণনাশের হুমকি কাঁধে নিয়েই ষাটের জন্মদিনে সলমন! কী কী প্ল্যান?
| Updated on: Dec 26, 2025 | 5:39 PM
Share

২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দিচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। ষাটে পা দিলেও, সলমন কিন্তু এখনও টেক্কা দিতে পারেন, বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের। তা ষাটের জন্মদিনে এবার কি বিশেষ প্ল্য়ান বলিউডের দাবাং খানের?

সলমনের কাঁধে এমনিতেই ঝুলছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। তার মধ্যেই কড়া নিরাপত্তায় নিজেকে মুড়ে নিয়ে শুটিং করছেন সলমন। মুম্বইয়ের এদিক-ওদিক যাচ্ছেন। তবে শোনা যাচ্ছ, জন্মদিনে বড়সড় পার্টির পাশাপাশি নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, তাঁর প্যানভেলের ফার্মহাউসে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তাঁর পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং সেই সমস্ত পরিচালকরা যাঁদের সঙ্গে সলমন তাঁর দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।

এবারের জন্মদিনের বিশেষ আকর্ষণ হতে চলেছে একটি বিশেষ ভিডিও। সলমনের কেরিয়ারের সমস্ত পরিচালকরা মিলে একটি বিশেষ ভিডিয়ো বার্তা তৈরি করেছেন, যেখানে তাঁরা সলমনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং তাঁর প্রতি ভালবাসার কথা শেয়ার করবেন।

জন্মদিনের মাত্র কয়েক দিন আগে সলমন সোশ্যাল মিডিয়ায় তাঁর জিমের কিছু ছবি শেয়ার করে ইন্টারনেটে ঝড় তুলেছেন। ছবিতে তাঁর পেশিবহুল সুঠাম শরীর দেখে চেনার উপায় নেই যে তিনি ষাটের কোঠায় পা দিচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “ইশ! ৬০ বছরেও যদি আমি এমন দেখতে হতাম! আর মাত্র ৬ দিন বাকি…”।

তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, সলমনের আগামী ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার আগামীকাল তাঁর জন্মদিনেই মুক্তি পেতে পারে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রতি বছরই বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দায় এসে অনুরাগীদে দেখা দেন সলমন। এবারও হাজার হাজার ভক্ত সেই ঐতিহাসিক এক ঝলকের অপেক্ষায় প্রহর গুনছেন।