SIR Hearing: বয়স্ক ভোটারদের জন্য শুনানিতে কী কী নিয়ম? থাকছে আলাদা ব্যবস্থা?
SIR in Bengal: সূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে যাঁদের বয়স ৮৫ পেরিয়েছে তাঁদের জন্য আলাদা ভাবনা-চিন্তা করা হতে পারে। হিয়ারিংয়ে ডাক পাওয়া ৮৫ ঊর্ধ্বদের শুনানি বাড়িতেই হতে পারে। শয্যাশায়ী ভোটারদের ক্ষেত্রে ভার্চুয়াল শুনানি হতে পারে।

কলকাতা: শুনানিতে ডাক পড়তে চলেছে বড় সংখ্যক বয়স্কদেরও। আর সেখানেই বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই নানা প্রান্ত থেকে বয়স্কদের শুনানিতে ডাক পাওয়ার খবরে উদ্বেগের ছবি স্পষ্ট হয়েছে। চিন্তা বাড়ছে বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা এলাকার বাসিন্দা শিবনাথ পালের বাড়িতে। ১৬ বছর কাজ করেছেন বায়ুসেনায়। তারপর ২২ বছর চাকরি করেছেন গ্রামীণ ব্যাঙ্কে। এখন বার্ধক্যজনিত অসুস্থতায় হাঁটাচলা প্রায় করতেই পারেন না। কেউ সাহায্য না করলে সামান্য পথও হেঁটে যাওয়া তারপক্ষে কার্যত অসম্ভব। আগামী ৭ জানুয়ারি বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও অফিসে তাঁকে শুনানির জন্য ডেকে পাঠিয়েছে কমিশন। এদিকে বিডিও অফিসের আবার বেহাল দশা। শৌচালয় থেকে জলের কল, সবকিছুর অবস্থাই তথৈবচ। এমতাস্থায় তিনি শুনানিতে কীভাবে যাবেন তা ভেবেই কূলকিনারা পাচ্ছেন না পরিবারের সদস্যরা।
এদিকে এর আগে ৮০ বছরের বেশি বয়সের ভোটারদের ভোট বাড়িতে গিয়ে নিয়েছিল নির্বাচন কমিশন। এখন এসআইআর-র শুনানির ক্ষেত্রে এই ছবি দেখা যায় কিনা সেটা দেখার। তবে সংক্রান্ত কোনও লিখিত নির্দেশিকা কমিশনের তরফে দেওয়া হয়নি।
সূত্র মারফত এও খবর পাওয়া যাচ্ছে যাঁদের বয়স ৮৫ পেরিয়েছে তাঁদের জন্য আলাদা ভাবনা-চিন্তা করা হতে পারে। হিয়ারিংয়ে ডাক পাওয়া ৮৫ ঊর্ধ্বদের শুনানি বাড়িতেই হতে পারে। শয্যাশায়ী ভোটারদের ক্ষেত্রে ভার্চুয়াল শুনানি হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনের কাছে সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন বলে খবর। সূত্রের খবর, প্রতিটা বিধানসভা ক্ষেত্রে ৮টি জায়গায় থাকছে শুনানির ব্যবস্থা। একাধিক স্কুল ও সরকারি অফিসে শুনানির আয়োজন করছে কমিশন।
