Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata Group: রতন টাটার প্রয়াণের পর জ্যাকপট পেলেন নোয়েল টাটা, হু হু করে ঢুকবে টাকা!

TATA-Tesla: টাটা গ্রুপের একাধিক কোম্পানি, যেমন টাটা অটো, টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা টেকনোলজি, টাটা ইলেকট্রনিক্স টেসলার সাপ্লাই চেনের অংশ হয়েছে।

Tata Group: রতন টাটার প্রয়াণের পর জ্যাকপট পেলেন নোয়েল টাটা, হু হু করে ঢুকবে টাকা!
টাটা গ্রুপ।Image Credit source: TV9 বাংলা
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 5:13 PM

নয়া দিল্লি: রতন টাটার প্রয়াণের পর টাটা গ্রুপের উপর দিয়ে বয়ে গিয়েছে ছোট-বড় ঝড়। এবার জ্যাকপট পেলেন টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটা। বড় বরাত পেল টাটা গ্রুপ। এবার আন্তর্জাতিক বাজারে আরও বড় মাপে পা রাখতে চলেছে টাটা গ্রুপ।

ইলন মাস্কের গাড়ির সংস্থা, টেসলার গ্লোবাল সাপ্লায়ারের তালিকায় নাম যোগ হয়েছে টাটা গ্রুপের নাম। ভারতে আগামী কয়েক সপ্তাহেই প্রবেশ করতে পারে টেসলা। আর সেখানেই টেসলার ব্যবসা বাড়াতে সাহায্য করবে রতন টাটার সংস্থা। সাপ্লায়ার হিসাবে টাটা গ্রুপ কাজ করবে।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, টাটা গ্রুপের একাধিক কোম্পানি, যেমন টাটা অটো, টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা টেকনোলজি, টাটা ইলেকট্রনিক্স টেসলার সাপ্লাই চেনের অংশ হয়েছে। ইলন মাস্কের গাড়ির সংস্থার ভারতে ব্যবসা বাড়াতেই এই সংস্থাগুলি সাহায্য করবে।

জল্পনা শোনা যাচ্ছে, টেসলার ভারতে লঞ্চে টাটা বড় অবদান রাখতে চলেছে। তবে টেসলার গাড়ির পার্টস টাটা গ্রুপ সরবরাহ করবে কি না, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, ভারতে টেসলা কারখানা তৈরি করে গাড়ি প্রস্তুত করতে শুরু করলে, স্থানীয় সংস্থাগুলিকে বরাত দিতে পারে। কাস্টিং, ফর্জিং, ইলেকট্রনিক্স ও ফ্যাব্রিকেটেড পার্টস সরবরাহ করতে পারে ভারতীয় সংস্থা। ইতিমধ্যেই ইলেকট্রনিক্স, সাসপেনশন সিস্টেম ও ইলেকট্রিক পাওয়ারট্রেন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে সবার আগেই টাটা গ্রুপের নাম রয়েছে।