শাড়ি, লেহঙ্গা বিক্রি করবে TATA, রতন টাটা চলে যাওয়ার পর বড় সিদ্ধান্ত
TATA: জানা গিয়েছে, এই সংস্থার মার্কেট শেয়ার ২ শতাংশ, আগামী তিন বছরে তা বাড়িয়ে ১০ শতাংশ করাই লক্ষ্য। প্রতি বছর ১৫ থেকে ২০টি নতুন স্টোর খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে তানেইরা।
নয়া দিল্লি: স্টিল, গাড়ি থেকে সফটওয়্যার- দেশ জুড়ে টাটা-র বিভিন্ন ব্যবসা চলে। রতন টাটা-র আমলে সেই সব ব্যবসা রমরমিয়ে বিস্তার করেছে। গত অক্টোবর মাসে তাঁর মৃত্যুতে প্রশ্ন ওঠে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে। এবার নোয়েল টাটা-র হাত ধরে টাটা নিয়ে এল নতুন ব্র্যান্ড।
গয়না অথবা ঘড়ির ব্যবসাতেও অনেক আগেই নাম লিখিয়েছে টাটা। টাইটান ঘড়ির জনপ্রিয়তা যেমন তুঙ্গে, তেমনই গয়নার ব্র্যান্ড হিসেবে তানিষ্কও প্রথম সারিতেই জায়গা করে নিয়েছে। আর এবার এথনিক বা ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক বিক্রি করবে টাটা। বিক্রি হবে শাড়ি বা লেহঙ্গা। নতুন ব্র্যান্ডের নাম ‘তানেইরা’।
টাটার এই ব্র্যান্ডে বিক্রি হবে শাড়ি, কুর্তা, পাজামা, ওড়না, লেহঙ্গা। সংস্থার সিইও অম্বুজ নারায়ণ জানিয়েছেন, শাড়ির ক্ষেত্রেই জোর দেবে এই সংস্থা। মহিলাদের উচ্চমানের পোশাক বিক্রি করা হবে।
জানা গিয়েছে, এই সংস্থার মার্কেট শেয়ার ২ শতাংশ, আগামী তিন বছরে তা বাড়িয়ে ১০ শতাংশ করাই লক্ষ্য। প্রতি বছর ১৫ থেকে ২০টি নতুন স্টোর খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে তানেইরা। ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে ৮৫টি ও ২০২৬-২৭ অর্থবর্ষের ১২৭টি। বছরে ১০০০ কোটি টাকার রেভিনিউ টার্গেট ধার্য করা হয়েছে। রতন টাটা চলে যাওয়ার পর এটা একটা বড় সিদ্ধান্ত সংস্থার। নতুন ব্র্যান্ড বাজারে সাড়া ফেলবে বলেই আশাবাদী সবাই।