CM Mamata Banerjee: ‘উৎকর্ষ বাংলা থেকে ১০ লক্ষ পড়ুয়ার চাকরি হয়েছে’, ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন মমতা
CM Mamata Banerjee: “আমি যখন হাঁটি, তখন আমার ব্রেন চলে। আমি যখন হাঁটি না তখন ব্রেন চলে না। মনে হয় কী যেন একটা করছি না। ফাঁকিবাজ ফাঁকিবাজ লাগে।” বললেন মমতা।
কলকাতা: ধনধান্য় অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্তোষ ট্রফি জয়ীদের হাতে চাকরির নিয়োগপত্রও তুলে দিলেন। একইসঙ্গে ভেসে গেলেন স্মৃতির পাতায়। নিজের ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবনের ওঠাপড়া কিছুই বাদ গেল না। এমনকী তাঁর বয়সও যে বাড়ানো আছে তাও বললেন নিজের মুখে। কীভাবে রাজনীতি করতে করতেই পড়াশোনা চালিয়ে গিয়েছেন তাও ফের একবার বলেন। একইসঙ্গে রাজ্য সরকার পড়ুয়াদের স্বার্থে কী কী নতুন প্রকল্প এনেছে, সেগুলির বাস্তবায়ন কোন পথে হয়েছে তাও এদিন ফের একবার তুলে ধরেন তিনি। ধনধান্য স্টেডিয়াম থেকেই মমতা বলেন…
- কলকাতাতে এখন অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে। যেগুলি টপ অফ দ্য টপের মধ্যে রয়েছে। আমরা এখন ৫০০ টা আইটিআই, পলিটেকনিক তৈরি করেছি। যেখানে ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়।
- উৎকর্ষ বাংলা করেছি। ইন্ড্রাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। কোনও সংস্থা যদি লোক চায় তাহলে তাঁরা উৎকর্ষ বাংলা থেকে নিতে পারে। ৪৭ লক্ষ ছেলেমেয়ে এখান থেকে ট্রেনিং পেয়েছে। তার মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়েছে।
- আমার বয়স বাড়ানো আছে ৫ বছর। আমি একটা বইতে লিখে গিয়েছি এগুলো যতটা লেখা সম্ভব। আমার নামটাও আমার পছন্দ নয়। কিন্তু হয়ে গিয়েছে।
- আমি যখন হাঁটি, তখন আমার ব্রেন চলে। আমি যখন হাঁটি না তখন ব্রেন চলে না। মনে হয় কী যেন একটা করছি না। ফাঁকিবাজ ফাঁকিবাজ লাগে।
- সবসময় শক্ত কথা ভাল লাগে না। কখনও কখনও একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেয়েছি খুব কম। কারণ আমার গোটা শরীরটা একটা জীবন্ত লাশের মতো। পা থেকে মাথা পর্যন্ত এমন কোনও জায়গা নেই যেখানে আমি মার খাইনি সিপিএমের আমলে। কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম। তারপরেও দুবছর এমএ-র ক্লাসের মধ্যে একবছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেই জানতে পারেনি। যখন আমি এলএলবি করেছি তখনও আমার পরিচয় কেউ জানতে পারেনি।