Senior Citizen Concession: বয়স্কদের ট্রেনের টিকিটে আবার ডিসকাউন্ট ফিরছে?
Train Ticket Discount: ২০২০ সালে করোনা সংক্রমণ আসার আগে ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে বিপুল ছাড় দিত। মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেস ট্রেনে ৬০ বছরের উর্ধ্বে পুরুষ যাত্রীদের ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের উর্ধ্বে মহিলাদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হত।
২০২০ সালে করোনা সংক্রমণ আসার আগে ভারতীয় রেলওয়ে প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে বিপুল ছাড় দিত। মেল, এক্সপ্রেস, রাজধানী, শতাব্দী ও দুরন্ত এক্সপ্রেস ট্রেনে ৬০ বছরের উর্ধ্বে পুরুষ যাত্রীদের ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের উর্ধ্বে মহিলাদের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এতে প্রবীণ নাগরিকদের সঞ্চয় হত অনেকটা। তবে করোনাকালে সেই ছাড় তুলে দেওয়া হয়। এরপর সংক্রমণ কাটতেই অনেকে দাবি করেছিল যে আবার যাতে এই ছাড় ফিরিয়ে আনা হয়। সরকারের কাছে দাবিও জানানো হয়। তবে তা হয়নি। এবারের বাজেটে ট্রেনে কি আবার প্রবীণ নাগরিকদের জন্য ছাড় দেওয়া হবে?
