West Bengal Nipah Scare: বাংলায় নিপা আতঙ্ক! উপসর্গ দেখা গেল আরও দু’জনের শরীরে
Nipah Scare: বর্ধমান মেডিক্যালের এক জন হাউসস্টাফ ও নার্সের শরীরে নিপার উপসর্গ। ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দু'জনকেই বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। তবে উভয়ের নমুনা সংগ্রহ করা এখনও বাকি।
কলকাতা: বর্ধমান মেডিক্যালের এক জন হাউসস্টাফ ও নার্সের শরীরে নিপার উপসর্গ। ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দু’জনকেই বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। তবে উভয়ের নমুনা সংগ্রহ করা এখনও বাকি। জানা গিয়েছে, আক্রান্ত কাটোয়ার বাসিন্দা নার্সের চিকিৎসা করেছিলেন এই দু’জন। অনুমান করা হচ্ছে, তাঁদের সংস্পর্শে এসেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। কিন্তু এই নিয়ে চূড়ান্ত কোনও রিপোর্ট পাওয়া যায়নি। শুধুমাত্র উপসর্গ দেখা গিয়েছে বলেই খবর।

