AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayodhya Dham News: রাম মন্দিরে প্রতি বছর ১ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে

Ayodhya Dham News: রাম মন্দিরে প্রতি বছর ১ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 8:27 PM

Share

রাম মন্দিরে প্রতি বছর ১ লক্ষ কোটি টাকার ব্যবসা হবে। উদ্বোধনের দিন অযোধ্যার জন্য ৩২ হাজার কোটি টাকার ট্যুরিজম প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যদি কোনও পর্যটনকেন্দ্রে কোটি কোটি মানুষের পা পড়ে তাহলে সেখানে ব্যবসা করলে লাভ তো হবেই। অযোধ্যায় এখন হোটেল রেস্টুরেন্টের জন্য জমির দাম আকাশছোঁয়া। ফলে এক চিলতে জমি মানে সোনায় সোহাগা কোটিপতি। ডিটেলে যাওয়ার আগে কত মানুষ এখন আসছেন অযোধ্যায় দেখে নিন। মন্দির তৈরির আগে ২০২৩ এ খরচ ছিল ২ কোটি। মন্দির উদ্বোধনের পর ২০২৪ এ আনুমানিক খরচ ১০ কোটি।

 

ভাবুন একবার। মন্দির তৈরি হওয়ার পরপরই হু হু করে ৫ গুণ বেড়ে যাবে পর্যটকের সংখ্যা। পর্যটক এলে বাড়বে ব্যবসা । এখন শুধু একটি বিষয় নিয়েই চর্চা, রাম মন্দির। ২২ জানুয়ারি উদ্বোধন । রাম মন্দিরকে ঘিরে ভক্তদের মধ্যে বিপুল উন্মাদনা । সেই পালের হাওয়ায় রাজ্যের অর্থনীতিও বদলে যাচ্ছে ।
রাম মন্দির। এই মন্দিরকে ঘিরেই চলছে বিশাল কর্মযজ্ঞ। শুধু মন্দিরের আশেপাশে তৈরি হওয়া দোকানপাট নয়, বরং শহরের প্রতিটা কোণই লাভবান হবে রাম মন্দির উদ্বোধনের পর থেকে।

 

তৈরি হচ্ছে ১২টা বড় হোটেল। হোটেল-হসপিটালিটি সেক্টরেই বিনিয়োগ হচ্ছে প্রায় ৭ হাজার কোটি টাকা। সরকারি লগ্নিও আছে। উত্তরপ্রদেশ সরকার রাস্তা তৈরি এবং শহর সংস্কারের পিছনে খরচ করছে কয়েকশো কোটি টাকা।
শুনে চমকে যাবেন ধর্মীয় স্থানে যাঁরা বেড়াতে যাচ্ছেন, তাঁদের ৩৫ শতাংশের বয়সই ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মানে বয়স্করাই শুধু ধর্মীয় স্থানে বেড়াতে যাচ্ছেন তা না, নতুন প্রজন্মও আগ্রহী।

রামমন্দির তৈরি হয়ে গেলে অযোধ্যা শুধু ভারত নয়. সারা পৃথিবীর ধর্মীয় পর্যটন মানচিত্রে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ফলে লাভের আশায় বেসরকারি সংস্থাগুলি বিপুল লগ্নি করছে। ফুড চেন থেকে মুদি সামগ্রী, ভোগপণ্য থেকে কনজিউমার গুডস, এফএমসিজি পণ্যের বিক্রি ও উৎপাদন বাড়ছে অযোধ্যায়। যাঁরা এইসব ব্যবসা করেন, তারা অযোধ্যায় কারখানা খুলতে চাইছেন।সেই সুযোগ না পেলে মন্দিরনগরীতে ডিস্ট্রিবিউশনকে আরও শক্ত করতে টাকা ঢালছেন। জানা গিয়েছে, শুধু ব্যবসাই নয়, অযোধ্যায় স্থায়ী বাসিন্দার সংখ্যাও কয়েক গুণ বাড়বে।

উদ্বোধনের দিনই প্রধানমন্ত্রী অযোধ্যার জন্য ৩২ হাজার কোটি টাকার ট্যুরিজম প্যাকেজ ঘোষণা করতে পারেন। অযোধ্যার মূল শহরের পাশে টাউনশিপ তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

Published on: Jan 11, 2024 05:55 PM