Calcutta High Court: অতীত থেকে শিক্ষা! রুদ্ধদ্বার করেই হবে ইডি বনাম রাজ্যের শুনানি
ED Raid in IPAC Office: বুধবার কলকাতা হাইকোর্টের পাঁচ নম্বর এজলাসে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই নির্দেশ মেনেই হবে ইডি বনাম রাজ্য় মামলার শুনানি। কোনও রকম বিপত্তি, ঝঞ্ঝাকে এড়িয়ে চলতেই রুদ্ধদ্বার শুনানির সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। সেই মর্মেই জারি হয়েছে নির্দেশিকাও।
কলকাতা: আইনজীবী এবং মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া কারওর প্রবেশ নেই। বুধবার কলকাতা হাইকোর্টের পাঁচ নম্বর এজলাসে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই নির্দেশ মেনেই হবে ইডি বনাম রাজ্য় মামলার শুনানি। কোনও রকম বিপত্তি, ঝঞ্ঝাকে এড়িয়ে চলতেই রুদ্ধদ্বার শুনানির সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি। সেই মর্মেই জারি হয়েছে নির্দেশিকাও।
গত শুক্রবার হট্টগোলে ভেস্তে গিয়েছিল শুনানি। তাই এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি চায় কলকাতা হাইকোর্ট। তবে শুনানি যে দেখা যাবে না, এমনটা নয়। আদালত সূত্রে খবর, ইডি বনাম রাজ্যের শুনানির লাইভ স্ট্রিমিং হবে। দেখতে পারবেন সাধারণ মানুষ।

