‘৫০০০ টাকায় কি সংসার চলে?’, দুচোখ ভরে জল এল তাঁর
TV9 বাংলাকে বললেন, “বছরে আমাদের দুটো করেই শাড়ি পাওয়ার কথা। কিন্তু বছরে তো নই, আমরা দু’বারই শাড়ি পেয়েছি। সে শাড়ি পরার যোগ্য নয়, এতটাই মোটা, গরমকালে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের ভাতা লাগবে না। আমরা ১৫ হাজার বেতন চাই। সরকারি ছুটি চাই।"
রাজ্য সরকারের দুটো শাড়ি দেওয়ার কথা। কিন্তু আশাকর্মীরাই বলছেন, বছরে দুটো কী! তাঁরা হয়তো তিন বছরে দুটো শাড়ি পেয়েছেন। এক আশাকর্মী এসেছেন বর্ধমান থেকে, TV9 বাংলাকে বললেন, “বছরে আমাদের দুটো করেই শাড়ি পাওয়ার কথা। কিন্তু বছরে তো নই, আমরা দু’বারই শাড়ি পেয়েছি। সে শাড়ি পরার যোগ্য নয়, এতটাই মোটা, গরমকালে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের ভাতা লাগবে না। আমরা ১৫ হাজার বেতন চাই। সরকারি ছুটি চাই। আমরা যখন প্রেগনেন্ট হই, আমরা দেড় মাসের ছুটি পাচ্ছি। আমরা মায়েদের বলি তিন মাস রেস্টে থাকুন, আর সেখানে আমরা পাই ৪৫ দিন বিশ্রাম।”

