SIR: একটাই এপিক নম্বর, অথচ একই নামের দুই ভোটারের হদিশ!
ভোট দিতেন পোস্টাল ব্যালটে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি আর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন না এসআইআর চালু হওয়ার পরে তিনি ফর্ম তুলতে যান। আর তখন জানতে পারেন ক্যানিংয়ের সুব্রত মিস্ত্রি তাঁর ফর্ম তুলে নিয়েছেন।
এসআইআর চালু হতেই বিভিন্ন জায়গায় ধরা পড়ছে ভুয়া ভোটার। তেমনি একটি উদাহরণ উঠে এল নিউ আলিপুর সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠের কর্মী সুব্রত মিস্ত্রির কাছ থেকে। সুব্রত মিস্ত্রি তিনি পেশায় সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠে ক্লার্কের কাজ করেন। ২০০২ সালে তিনি প্রথম ভোট দিয়েছিলেন। তারপরে এই স্কুলে চাকরি পাওয়ার পর থেকে তিনি বুথ কেন্দ্রে গিয়ে আর ভোট দিতে পারতেন না। ভোট দিতেন পোস্টাল ব্যালটে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি আর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন না এসআইআর চালু হওয়ার পরে তিনি ফর্ম তুলতে যান। আর তখন জানতে পারেন ক্যানিংয়ের সুব্রত মিস্ত্রি তাঁর ফর্ম তুলে নিয়েছেন।
Latest Videos
