Delhi Blast: লাল সিগন্যালে দাঁড়াল গাড়ি, সবুজ হতেই বিস্ফোরণ! কীভাবে?

| Edited By: জয়দীপ দাস

Nov 11, 2025 | 9:38 PM

Delhi Blast News: প্রাথমিক তদন্তে নাশকতারই গন্ধ পেয়েছেন গোয়েন্দারা। প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ বলেছেন এর সঙ্গে যাঁরা যুক্ত আছেন, যাঁরা ষড়যন্ত্র করেছেন তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুরোদমে শুরু হয়েছে তদন্ত।

নয়া দিল্লি: বিস্ফোরণের পর আতঙ্কের আবহ রাজধানীতে। জারি হয়েছে হাই অ্যালার্ট। রহস্য ক্রমেই দানা বেঁধেছে আই-২০ গাড়ির গতিবিধি নিয়ে। প্রাথমিক তদন্তে নাশকতারই গন্ধ পেয়েছেন গোয়েন্দারা। প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ বলেছেন এর সঙ্গে যাঁরা যুক্ত আছেন, যাঁরা ষড়যন্ত্র করেছেন তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। পুরোদমে শুরু হয়েছে তদন্ত। তবে একেবারে রাজধানীতে এত বড় ঘটনা যাওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।