Anubrata Mondal News: অনুব্রতর ফোনে লুকিয়ে কোন গল্প? জানতে ফোনের ফরেন্সিক পরীক্ষা করাতে চায় সিবিআই

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের কল লিস্ট হাতে থাকলেও, দু’টি মোবাইল ফোন হায়দরাবাদে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি পাঠাতে চাই সিবিআই। ছবি ছাড়াও, ভিডিয়ো, হোয়াটসঅ্যাপ চ্যাট, ডকুমেন্টস থেকে গরু পাচার সংক্রান্ত কোনও তথ্য লুকিয়ে আছে কি না, সেই তথ্য উদ্ধার করতেই হায়দরাবাদে পাঠানোর তোড়জোড় করছে সিবিআই।

Anubrata Mondal News: অনুব্রতর ফোনে লুকিয়ে কোন গল্প? জানতে ফোনের ফরেন্সিক পরীক্ষা করাতে চায় সিবিআই
| Edited By: | Updated on: Aug 19, 2022 | 9:02 PM

কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর সিবিআই হেফাজতের দিন শেষ হতেই তেঁড়েফুঁড়ে ময়দানে সিবিআই। ইতিমধ্যে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে সিবিআই। বিভিন্ন সম্পত্তির হদিশ মিলেছে বলেই দাবি সিবিআই গোয়েন্দাদের। শুক্রবার তদন্তকারীরা গিয়েছিলেন বোলপুরের ভোলে ব্যোম রাইস মিলে। চালের কলে রাখা হয়েছে পাঁচ পাঁচটি বিলাসবহুল গাড়ি। সূত্রের খবর, তদন্তকারীদের হাতে উঠে এসেছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। এরইমধ্যে সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের কল লিস্ট হাতে থাকলেও, দু’টি মোবাইল ফোন হায়দরাবাদে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি পাঠাতে চাই সিবিআই। ছবি ছাড়াও, ভিডিয়ো, হোয়াটসঅ্যাপ চ্যাট, ডকুমেন্টস থেকে গরু পাচার সংক্রান্ত কোনও তথ্য লুকিয়ে আছে কি না, সেই তথ্য উদ্ধার করতেই হায়দরাবাদে পাঠানোর তোড়জোড় করছে সিবিআই। শনিবার অনুব্রত মণ্ডলকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হবে। সকাল ১১টা থেকে ১২টার মধ্যে অনুব্রতর হাজিরা দেওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান, অনুব্রত মণ্ডলের ব্যবহার করা মোবাইল ফোনে লুকোনো থাকতে পারে গরু পাচার সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যপ্রমাণ। গরু পাচার মামলায় জড়িত কোনও নতুন নামেরও খোঁজ পাওয়া যেতে পারে বলে মনে করছে সিবিআই আধিকারিকরা। এই ঘটনার সঙ্গে প্রভাবশালী যোগ কতটা? তাও উঠে আসতে পারে অনুব্রতর মোবাইল ফোন থেকে। সে কারণেই ফোন দু’টি পরীক্ষা করাতে চায় তাঁরা। ইতিমধ্যেই আদালতের কাছে এই বিষয়ে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Follow Us: