CBI Raid: শহরে এবার সিবিআই তল্লাশি, কী খুঁজছেন আধিকারিকরা?
CBI Raid: শহরে আবার কেন্দ্রীয় এজেন্সির হানা। ইডির পর এবার শহরে সিবিআই তল্লাশি। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও তাঁর অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার এক সপ্তাহ পর তল্লাশি অভিযানে নামল সিবিআই।
শহরে আবার কেন্দ্রীয় এজেন্সির হানা। ইডির পর এবার শহরে সিবিআই তল্লাশি। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও তাঁর অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি। এবার এক সপ্তাহ পর তল্লাশি অভিযানে নামল সিবিআই। জানা গিয়েছে, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার কলকাতা-নিউটাউন সহ পাঁচটি জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। আলিপুর নিউ রোডে অতিরিক্ত ফোর্স নিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা। প্রাথমিক সূত্রে খবর, আলিপুর নিউ রোডে নিশা কেজরিওয়াল এর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
